অর্থকাগজ প্রতিবেদন ●
ফিক্সড ওয়্যারলেস রাউটার সার্ভিস চালু করতে বাংলালিংক ও টিপি-লিংক রাউটারের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর এক্সেল টেকনোলজিস লিমিটেড এর মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তি সই হয়েছে। এর আওতায় বিভিন্ন মডেলের টিপি-লিংক রাউটারের সঙ্গে বাংলালিংক গ্রাহকরা আকর্ষণীয় ডাটা প্যাকসহ একগুচ্ছ সুবিধা উপভোগ করতে পারবেন।
সম্প্রতি বাংলালিংকের মার্কেটিং অপারেশনস ডিরেক্টর মেহেদী আল আমিন ও এক্সেল টেকনোলজিসের এমডি গৌতম সাহা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় বাংলালিংকের প্রডাক্ট ডেপুটি ডিরেক্টর মোহাম্মাদ আসিফুর রহিম, হেড অব ডিভাইস বিজনেস মো. আতাউল হক ও এক্সেল টেকনোলজিসের নির্বাহী প্রধান (টিপি-লিংক প্রডাক্ট) অন্তু সাহাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি ●
অকা/শিবা/ফর/সকাল/১৩ জুলাই, ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 year আগে

