যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর গ্রাহক মো. হাবিবুর রহমানকে (হারেজ) বীমা মেয়াদ পুর্তির ৫৩,১৬,৭৫০ (তিপান্ন লাখ ষোল হাজার সাতশত পঞ্চাশ) টাকার চেক হস্তান্তর করা হয়।  চেক হস্তান্তর অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান বদরুল আলম খান, পরিচালক সাবেদুর রহমান, মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ড. বিশ্বজিৎ কুমার মন্ডল, সিনিয়র ডিএমডি মোঃ ফরিদুল আলম, ডিএমডি (উন্নয়ন) মো. হুমায়ুন গাজী, অর্থ ও হিসাব বিভাগের প্রধান মোজাম্মেল হক সরমান, এবং পলিসি সার্ভিস ও দাবী বিভাগের প্রধান সজীব ভৌমিক উপস্থিত ছিলেন।
অকা/জীবীকো/সখবি/সকাল, ২৪ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 9 months আগে

Leave A Reply

Exit mobile version