প্রচার

প্রচার বিষয়ক বিজ্ঞপ্তি

সত্য বিকাশে অবিচল প্রত্যয় নিয়ে ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান অর্থাৎ অর্থনীতির সর্বাধিক প্রচারিত ম্যাগাজিনভিত্তিক পাক্ষিক অর্থকাগজ পত্রিকা মাসের ১ ও ১৬ তারিখ প্রকাশ হয়। এর সাধারণ সংখ্যার মূল্য ৬০ টাকা। মাঠ পর্যায়েও এর বিপনন কার্যক্রম অব্যাহত রয়েছে। ব্যক্তিগতভাবে কমপক্ষে ৫০ এবং প্রাতিষ্ঠানিকভাবে ১০০ কপির কমে বিক্রয় করা হয় না। ৫০০ কপির ওপর ক্রয়ে মোট মূল্যের ওপর ১০ শতাংশ ছাড় দেওয়া হয়।
অপরদিকে সম্মানিত পাঠকদের সঙ্গে অর্থনীতির হালনাগাদ খবরে সারাক্ষণ থাকছে অর্থকাগজ অনলাইন সংস্করণ (www.arthakagaj.com.bd)।
অর্থকাগজ এ দেশের প্রথিতযশা অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞগণ সমসাময়িক বিষয়ের সমস্যা এবং পরামর্শমূলক নিবন্ধ লিখছেন।

সম্পাদক

Exit mobile version