অর্থকাগজ প্রতিবেদন

বড় ধরনের নেতিবাচক কোন প্রভাব না হলে ২০২৬ সালে স্বল্পোন্নত দেশ এলডিসি থেকে বের হয়ে উন্নয়নশীল দেশের কাতারে যাবে বাংলাদেশ। এ জন্য বেশ কিছু চ্যালেঞ্জ বিশেষ মোকাবিলা করতে হবে। চ্যালেঞ্জটা বিশেষ করে রফতানি খাতে। কারণ উন্নয়নশীল দেশের মর্যাদা পেলে শুল্কমুক্তসহ বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা হারাবে বাংলাদেশ। এতে করে বিশ্ব বাজারে কঠিন প্রতিযোগিতার মুখে পড়তে হতে পারে।

সরকার এখন থেকেই সে চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে। তার অংশ হিসেবে নানা বিষয় নিয়ে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয় এবং এর অধীন দফতর ও সংস্থাগুলো।
জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) এলডিসি-উত্তর বাণিজ্য সম্পর্কিত চ্যালেঞ্জগুলো শনাক্তকরণে চারটি খাত নিয়ে গবেষণা করছে। সেগুলো হলো- তৈরি পোশাক, জাহাজ নির্মাণ শিল্প, কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ এবং মৎস্য ও পশুসম্পদ। প্রতিষ্ঠানটি এসব খাতের সমস্যা ও সম্ভাবনা নিয়ে ইতোমধ্যে একটি রোডম্যাপ তৈরি করেছে।
এই চারটি খাত নিয়ে পর্যালোচনা করতে ৩ নভেম্বর এক সভার আয়োজন করে বিএফটিআই। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. জাফর উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ।

সভায় বাণিজ্য সচিব বলেন, ‘সরকারি ও বেসরকারি খাতকে এলডিসি-উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিতভাবে কাজ করতে হবে। সক্ষমতা বাড়াতে রফতানি পণ্য বহুমুখীকরণের বিকল্প নেই। ‘শ্রমিকদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণের পাশাপাশি তাদের স্বাস্থ্য, শিক্ষা ও কর্ম পরিবেশের উন্নতির প্রতি গুরুত্ব দিতে হবে। এক্ষেত্রে বেসরকারি খাত ও সংশ্লিষ্ট বিজনেস অ্যাসোসিয়েশনগুলোকে এগিয়ে আসতে হবে।’

#

অকা/রবা/সকাল, ৬ নভেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 3 years আগে

Leave A Reply

Exit mobile version