অর্থকাগজ প্রতিবেদন 
অন্তর্বর্তী সরকারকে আরো ২৩০ কোটি ডলার দেবে বিশ্ব ব্যাংক। ১৯ সেপ্টেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি বলেছে, বাংলাদেশের সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া অর্থনীতি পুনরুদ্ধারে আরো ২৩০ কোটি ডলার (২ দশমিক ৩ বিলিয়ন) ঋণ সহায়তা দেবে। বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য সংস্কারে সহায়তার অঙ্গীকার করেছেন। ১৯ সেপ্টেম্বর দক্ষিণ এশিয়ার জন্য বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার বাংলাদেশে তার পূর্বনির্ধারিত সফর শেষ করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাধীনতার পর বাংলাদেশকে সহায়তাকারী প্রথম উন্নয়ন সহযোগীদের মধ্যে বিশ্ব ব্যাংক অন্যতম। ৫০ বছরের অংশীদারত্বে বিশ্ব ব্যাংক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় (আইডিএ) অনুদান, সুদমুক্ত ঋণ এবং দেশটিকে তার উন্নয়ন অগ্রাধিকারগুলো মোকাবেলায় সহায়তা করার জন্য ছাড়ের আকারে প্রায় ৪৪ বিলিয়ন ডলার অর্থায়ন করেছে। বর্তমানে ৫২টি চলমান প্রকল্পের জন্য প্রায় ১৬ বিলিয়ন ডলার অর্থায়নসহ বাংলাদেশে বিশ্বব্যাপী সবচেয়ে বড় আইডিএ প্রোগ্রাম রয়েছে। ●

অকা/আখা/ফর/দুপুর/২০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 1 year আগে

Leave A Reply

Exit mobile version