অর্থকাগজ প্রতিবেদন ●
দেশের বীমা খাতের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে (আইডিআরএ) দীর্ঘ সময় ধরে শূন্য ২টি পদে নিয়োগের জন্য সরকার ২২ নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বীমা শাখা থেকে প্রকাশিত সে বিজ্ঞপ্তিতে ৩১ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা রাখা হয়েছে ৬০ বছর। অথচ বীমা আইনে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ও সদস্য নিয়োগে বয়সের যোগ্যতা হিসেবে আইনের ৭ (৩) ছয়ে বলা আছে, প্রার্থীর বয়স ৬৭ বছর পূর্ণ হতে হবে। এ নিয়ে বীমা খাতে সমালোচনা ও আলোচনা অব্যাহত রয়েছে।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে উপ সচিব ও আইডিআরএ’র সদস্য (লাইফ) এবং সদস্য (নন-লাইফ) পদে চুক্তিভিত্তিক নিয়োগ বাছাই কমিটির সদস্য সচিব মো. জাহিদ হোসেনের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বীমা. ফিন্যান্স, ব্যাংকিং, মার্কেটিং, পরিসংখ্যান, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, ব্যবসা প্রশাসন ও আইন বিয়যে অধ্যয়ণসহ বীমা খাতে ২০ বছরের কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের কাছে আবেদনপত্র আহবান করা হয়েছে। আবেদনের সময়সীমা ২৬ ডিসেম্বর, ২০২১।
আইডিআর‘র সদস্য নিয়োগে প্রার্থীর বয়সসীমার ক্ষেত্রে বীমা আইন লংঘন করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তা, বীমা বিশেষজ্ঞরা সরকারের সমালোচনা করেছেন। আইডিআরএ’র সাবেক একজন সদস্য অর্থকাগজকে বলেছেন, আইন প্রণেতা সরকারই আইন মানছে না। আইডিআরএ’র একজন কর্মকর্তা এর সমালোচনা করে বলেছেন, বিষয়টি মেনে নেয়া যায় না।
আইডিআরএ’র দু’টি গুরুত্বপূর্ণ সদস্য পদে কয়েক বছর ধরে শূন্য, তার তীব্র সমালোচনা করে তৃতীয় প্রজন্মের বেসরকারি জীবন বীমা প্রতিষ্ঠানের মুখ্য নির্বাহী কর্মকর্তা বলেন, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের আগে আইনের সংশোধনী এনে তা অনুমোদন করে কর্তৃপক্ষের সদস্য নিয়োগে প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ৬০ বছর বিবেচনা করলে আইনসম্মত হতো!
বিষয়টি নিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একজন কর্মকর্তার মতামত জানতে চাওয়া হয়। আইনে ৬৭ বছর বলা রয়েছে তা তিনি স্বীকার করেন। কর্মকর্তা বলেন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য নিয়োগে প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ৬০ বছর রাখার যথাযথ কারণ রয়েছে। সদস্য ৬০ বছরে নিয়োগপ্রাপ্ত হলে ৩ বছরের চুক্তিভিত্তিক ও নিয়োগ নবায়নে মোট ৬ বছর সমাপ্ত হয়। ফলে বীমা খাতে সদস্য পদে কর্মকর্তার চাকরির সর্বশেষ ৬৭ বয়সসীমার কাছে চলে যায়। বরং আমরা প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা আরও কমানোর চিন্তা করছি। কেননা, গণহারে প্রার্থী আবেদন করুক সরকার তা চায় না। শ্রম বাজারে যারা মানসম্পন্ন যোগ্য রয়েছেন, তারাই আইডিআরএ’র সদস্য হন তা আমরা প্রত্যাশা করছি।
#
সর্বশেষ হালনাগাদ 4 years আগে
