অর্থকাগজ প্রতিবেদন 

বাংলাদেশ ব্যাংক এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নকে (আকু) সেপ্টেম্বর–অক্টোবর সময়ের জন্য ১.৬১ বিলিয়ন (১৬১ কোটি) মার্কিন ডলার পরিশোধ করেছে। এর ফলে রোববার (৯ নভেম্বর) দেশের গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ সামান্য হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ৩১ দশমিক ১৪ বিলিয়ন ডলারে।

তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন হিসাবপদ্ধতি বিপিএম৬ অনুযায়ী বর্তমানে রিজার্ভের পরিমাণ ২৬ দশমিক ৪৪ বিলিয়ন ডলার, যা সেপ্টেম্বর মাসের ২৫ দশমিক ৪০ বিলিয়ন ডলার থেকে কিছুটা বেশি।

আকু বা এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন হলো একটি আঞ্চলিক লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা, যার মাধ্যমে সদস্য দেশগুলো—বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল ও পাকিস্তান—এর মধ্যে দুই মাস পরপর আমদানি–রপ্তানি বাণিজ্যের দায় পরিশোধ করা হয়। আগে শ্রীলঙ্কা এ ব্যবস্থার অংশ ছিল, তবে অর্থনৈতিক সংকটের কারণে তারা ২০২২ সালে স্বেচ্ছায় আকু থেকে বেরিয়ে যায়। যদিও দেশটি কিছুটা পুনরুদ্ধার করেছে, এখনো তারা পুনরায় যুক্ত হয়নি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আকুর অর্থ পরিশোধের আগে ৬ নভেম্বর (বুধবার) গ্রস রিজার্ভ দাঁড়িয়েছিল ৩২ দশমিক ৭১ বিলিয়ন ডলার, আর বিপিএম৬ হিসাব অনুযায়ী তা ছিল ২৮ বিলিয়ন ডলার।

উল্লেখ্য, ২০২৩ সালের ৮ মার্চ প্রথমবারের মতো দেশের গ্রস রিজার্ভ ৩২ বিলিয়ন ডলারের নিচে নেমে যায়। পরে একই বছরের জুন থেকে আইএমএফের শর্ত অনুযায়ী বাংলাদেশ ব্যাংক বিপিএম৬ মানদণ্ডে রিজার্ভের তথ্য প্রকাশ শুরু করে। তখন রিজার্ভ ছিল ২৪ দশমিক ৭৫ বিলিয়ন ডলার। সেই তুলনায় সাম্প্রতিক তথ্য অনুযায়ী রিজার্ভ এখন গত ৩২ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে, যা বৈদেশিক খাতের স্থিতিশীলতার ইঙ্গিত দেয়।
অকা/ব্যাংখা/ই/সকাল/১০ নভেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 4 weeks আগে

Leave A Reply

Exit mobile version