অর্থকাগজ প্রতিবেদন ●
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ইলিশ মাছের প্রথম চালান গেল ভারতের ত্রিপুরা রাজ্যে। ১৮ সেপ্টেম্বর দুপুর ৩টার দিকে এই বন্দর দিয়ে বাংলাদেশ থেকে ১১৯২ কেজি ইলিশ রফতানি হয় ত্রিপুরার রাজধানী আগরতলায়।
স্থলবন্দরের কাষ্টমস কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশ বেনাপোলের ব্যবসায়ী প্রতিষ্ঠান মাহতাব অ্যান্ড সন্স প্রতি কেজি সাড়ে ১২ ডলার বা বাংলাদেশী ১১৯২ টাকায় এই মাছ রফতানি করছে। দূর্গাপূজা উপলে এই বছর ১২০০ টন ইলিশ মাছ রফতানির অনুমোদন পেয়েছে ৩৭টি ব্যবসা প্রতিষ্ঠান।
আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ী মো. শাহ নেওয়াজ ভূঁইয়া জানায়, দুটি পিকআপে ৫৩টি বক্সে ১১৯২ কেজি ইলিশ মাছ ত্রিপুরা রাজ্যের আগরতলায় রফতানি হয়। প্রতিটি ইলিশ মাছের ওজন ৯০০ গ্রাম থেকে এক কেজি করে।
স্থলবন্দরের মৎস্য পরিদর্শন ও কোয়ারান্টাইন কর্মকর্তা অতিরিক্ত মো. রেজাউল করিম জানান, আইস এবং মাছের ফিজিকেল ফিটনেস পরীক্ষার পর ১১৯২ কেজি মাছ রফতানির অনুমতি দেয়া হয়েছে। গত বছর এই স্থলবন্দর দিয়ে দুর্গাপূজা উপলে ৩৬ টন মাছ ভারতে রফতানি হয়েছিল। ●
অকা/বাণিজ্য/ফর/বিকাল/১৯ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 2 weeks আগে