অর্থকাগজ প্রতিবেদন 

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে মন্থর গতি: এডিপি ব্যয় গত আট অর্থবছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে।

দেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি বাস্তবায়নের ক্ষেত্রে বড় ধরনের ধীরগতি লক্ষ্য করা গেছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সর্বশেষ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে উন্নয়ন প্রকল্পগুলোতে ব্যয়ের পরিমাণ গত আট বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে।

আইএমইডির প্রতিবেদন থেকে জানা যায়, অর্থবছরের প্রথম এই অর্ধেকের সময়ে মন্ত্রণালয় ও বিভাগগুলো উন্নয়ন খাতে মোট ৪১ হাজার ৮৭৬ কোটি ৮৮ লাখ টাকা ব্যয় করতে সক্ষম হয়েছে। তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে রাজনৈতিক অস্থিরতা ও প্রশাসনিক পরিবর্তনের মাঝেও এই ব্যয়ের পরিমাণ ছিল ৫০ হাজার ২ কোটি টাকা। অর্থাৎ গত বছরের তুলনায় এবার ব্যয়ের পরিমাণ কমেছে ৮ হাজার ১২৫ কোটি টাকা।

পরিসংখ্যান বলছে, এর আগে ২০১৬-১৭ অর্থবছরের প্রথম ছয় মাসে উন্নয়ন বাজেটের ব্যয় ছিল ৩৩ হাজার ৫৫৪ কোটি টাকা। পরবর্তী আটটি অর্থবছরের মধ্যে এবারের জুলাই-ডিসেম্বর প্রান্তিকের ব্যয়ের চিত্র সবচেয়ে দুর্বল ফলাফল নির্দেশ করছে। সাধারণত সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ প্রতি অর্থবছরের শুরুতে বরাদ্দকৃত উন্নয়ন বাজেট বাস্তবায়নের দায়িত্ব পালন করে থাকলেও চলতি বছর প্রকল্প বাস্তবায়নে সেই কাঙ্ক্ষিত গতি লক্ষ্য করা যাচ্ছে না।

সংশ্লিষ্টদের মতে, প্রকল্প বাস্তবায়নের এই ধীরগতি সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নের ওপর প্রভাব ফেলতে পারে। আইএমইডির এই প্রতিবেদন সরকারি দপ্তরগুলোর প্রকল্প ব্যবস্থাপনা ও বাস্তবায়নের সক্ষমতা বৃদ্ধিতে নতুন করে নজর দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেছে।

অকা/প্র/ই/সকাল/১৫ জানুয়ারী, ২০২৬ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 4 hours আগে

Leave A Reply

Exit mobile version