অর্থকাগজ প্রতিবেদন ●
জাতীয় সংসদের সদস্যরা অন্যান্য গাড়ির মতোই এখন থেকে শুল্কমুক্ত সুবিধায় বৈদ্যুতিক গাড়ি আমদানি করতে পারবেন।
৫ জানুয়ারি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড। চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনীম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, কোনো ব্যক্তি সংসদ সদস্য হিসেবে শপথগ্রহণের পর, দফা (২) এ বর্ণিত শর্ত সাপেক্ষে, শুল্কমুক্তভাবে অনধিক ১৬৫০ সিসি পেট্রল বা গ্যাসোলিন জ্বালানি অপসারণক্ষম ইঞ্জিন শক্তিসম্পন্ন একটি মোটর কার, অথবা অনধিক ১৮০০ সিসি ডিজেল জ্বালানি অপসারণক্ষম ইঞ্জিন শক্তিসম্পন্ন একটি মোটর কার, অথবা অনধিক ২০০০ সিসি জ্বালানি অপসারণক্ষম ইঞ্জিন শক্তিসম্পন্ন একটি হাইব্রিড মোটর কার, অথবা অনধিক ২০০০ সিসি জ্বালানি অপসারণক্ষম ইঞ্জিন শক্তিসম্পন্ন একটি মাইক্রোবাস, অথবা অনধিক ২০০০ সিসি জ্বালানি অপসারণক্ষম ইঞ্জিন শক্তিসম্পন্ন একটি হাইব্রিড মাইক্রোবাস, অথবা অনধিক ৩০০০ সিসি পেট্রল বা গ্যাসোলিন জ্বালানি অপসারণক্ষম ইঞ্জিন শক্তিসম্পন্ন একটি জিপ, অথবা অনধিক ৩০০০ সিসি জ্বালানি অপসারণক্ষম ইঞ্জিন শক্তিসম্পন্ন একটি হাইব্রিড জিপ, অথবা অনধিক ৪৫০০ সিসি ডিজেল জ্বালানি অপসারণক্ষম ইঞ্জিন শক্তিসম্পন্ন একটি জিপ, অথবা অনধিক ৪৫০০ সিসি জ্বালানি অপসারণক্ষম ইঞ্জিন শক্তিসম্পন্ন একটি হাইব্রিড জিপ, অথবা ইলেকট্রিক মোটরচালিত একটি মোটরযান আমদানি করতে পারবেন।
#
সর্বশেষ হালনাগাদ 4 years আগে
