ঈদুল আজহাকে সামনে রেখে গ্রাহকদের জন্য মাসব্যাপী ক্যাম্পেইন হাতে নিয়েছে বাংলাদেশে কনকার পরিবেশক ইলেক্ট্রো মার্ট গ্রুপ। বিশ্বের শীর্ষস্থানীয় ইলেকট্রনিকস ব্র্যান্ড কনকা ও হাইকোর ফ্রিজ, এলইডি টিভি, ওভেন ও ওয়াশিং মেশিন কিনলেই ক্রেতারা পাচ্ছেন স্বর্ণালংকারসহ বিভিন্ন ধরনের পুরস্কার।
১৫ মে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ইলেক্ট্রো মার্ট গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল আফছার। তিনি বলেন, ‘ঈদ উপলক্ষে ফ্রিজ, এলইডি টিভি, ওভেন ও ওয়াশিং মেশিনে চারটি পণ্যের কোনো একটি কিনলেই ক্রেতাদের স্ক্র্যাচ কার্ড দেয়া হবে। কার্ড ঘষেই স্বর্ণালংকার জেতার সুযোগ থাকছে তাদের। পাশাপাশি অন্যান্য পণ্যসামগ্রীও পাওয়া যাবে। দীর্ঘ ২৫ বছর ধরে বাংলাদেশে প্রস্তুতকৃত পণ্যই আমরা বাজারজাত করছি। আমাদের পরবর্তী পরিকল্পনা হলো পাশের দেশগুলোয় দেশে তৈরি পণ্য রফতানি করা।’
ইলেক্ট্রো মার্ট গ্রুপের পরিচালক মোহাম্মদ সাজ্জাদ-উন-নেওয়াজ বলেন, ‘কনকা টেলিভিশন, ফ্রিজ ইত্যাদি বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্র্যান্ড হিসেবে পরিচিত। কনকা রেফ্রিজারেটর, ফ্রিজ, সিলিং ফ্যান ইত্যাদি সম্পূর্ণ বাংলাদেশেই উৎপাদিত হচ্ছে। গ্রাহকদের সর্বোচ্চ সেবা দেয়াই আমাদের লক্ষ্য। এর বাইরেও অনেক যন্ত্রাংশ আমদানি করেও গুণগত বিভিন্ন বাড়ির যন্ত্রপাতি দেশে উৎপাদন করে কনকা।’
ইলেক্ট্রো মার্ট কর্তৃপক্ষ জানায়, মাসব্যাপী এ ক্যাম্পেইনে বিশেষ সুবিধা পাবেন তাদের পার্টনার ও ডিলাররাও। তাদের জন্য থাকছে মোট উত্তোলনের ওপর বিশেষ ছাড় এবং বিদেশ ভ্রমণের সুযোগ।
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন গ্রুপের পরিচালক নুরুল আজিম সনি, বিক্রয় ও বিপণন জিএম মাহমুদুন নবী চৌধুরী, ন্যাশনাল সেলস ম্যানেজার জুলহাক হোসাইনসহ প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তা। খবর বিজ্ঞপ্তির ●
অকা/পবা/সখবি/ফর/সকাল, ১৬ মে, ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 year আগে