অর্থকাগজ প্রতিবেদন
নতুন কাস্টমস আইন, ২০২৩ নিয়ে এক সচেতনতামূলক কর্মশালা ৭ মে চট্টগ্রামে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে। দ্য চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, চট্টগ্রাম কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চিটাগং চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ। কর্মশালায় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার সৈয়দ মুসফিকুর রহমানের সভাপতিত্বে আইনের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুগ্ম কমিশনার কামরুল হাসান। এ সময় অন্যদের মধ্যে চেম্বার পরিচালক একেএম আক্তার হোসেন, অঞ্জন শেখর দাশ ও মাহফুজুল হক শাহ, রিলায়েন্স শিপিং অ্যান্ড লজিস্টিক লি.র চেয়ারম্যান মোহাম্মদ রাশেদ, লুব-রেফের এমডি মোহাম্মদ ইউসুফ, নাহার গ্রুপের পরিচালক ড. আবদুল হাই, সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের কাস্টমস বিষয়ক সম্পাদক আশরাফুল হক খান স্বপন, বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রাম মহানগরের সভাপতি সালামত আলী, সংগঠনটির জেলা সভাপতি সালেহ আহমেদ সুলেমান ও বিএসআরএমের সিনিয়র ম্যানেজার মীর আলী মাহবুব হোসেন বক্তব্য রাখেন। কর্মশালায় অতিরিক্ত কমিশনার মোহাম্মদ মাহমুদুল হাসান, উপকমিশনার রোখসানা খাতুন, চেম্বার পরিচালক মাহবুবুল হক মিয়া ও ওমর মুক্তাদির উপস্থিত ছিলেন।

অকা/কাআসক/ফর/সকাল, ০৮-০৫-২০২৪ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 2 years আগে

Leave A Reply

Exit mobile version