অর্থকাগজ ডেস্ক ●
ভারতে গত সপ্তাহে ৫ শতাংশ খুদযুক্ত প্রতি টন সেদ্ধ চালের দাম ছিল ৩৮০-৩৮৬ ডলার। আগের সপ্তাহে প্রতি টন চাল ৩৮২-৩৮৯ ডলারে বেচাকেনা হয়েছে। এ সময় ৫ শতাংশ খুদযুক্ত প্রতি টন আতপ চালের দাম ছিল টনপ্রতি ৩৭৩-৩৭৮ ডলার। এ বিষয়ে কলকাতাভিত্তিক এক ব্যবসায়ী বলেন, ‘যদি মৌসুমি বৃষ্টিপাত পরিস্থিতি অনুকূল থাকে তাহলে ভারত আবারো একটি রেকর্ড উৎপাদন পেতে যাচ্ছে।’
ভারতে চালের দরপতন অব্যাহত রয়েছে। দেশটিতে এখনো গত দুই বছরের সর্বনিম্ন দামে চাল বেচাকেনা হচ্ছে। এর পেছনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে রুপির বিনিময় হার হ্রাস এবং পরপর দ্বিতীয় বছরের মতো ভালো মৌসুমি বৃষ্টিপাতের সম্ভাবনা।
এদিকে গত মাসে ভারত সরকার নতুন মৌসুমে কৃষকদের কাছ থেকে ধানের সংগ্রহমূল্য ৩ শতাংশ বাড়িয়েছে। দেশটির সরকারের ধানের মূল্যবৃদ্ধির এ হার পাঁচ বছরে সর্বনিম্ন। সরকারি গুদামে বাড়তি মজুদের কারণে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা।
থাইল্যান্ডে গত সপ্তাহে ৫ শতাংশ খুদযুক্ত চালের দাম ছিল টনপ্রতি ৪১০ ডলার, আগের সপ্তাহে যা ছিল ৪০৫-৪১০ ডলার। এ বিষয়ে ব্যাংককভিত্তিক এক ব্যবসায়ী বলেন, ‘সরবরাহের তুলনায় চাহিদা অনেক কম। ফিলিপাইন ও ইন্দোনেশিয়া এ বছর পর্যাপ্ত চাল কিনছে না। ●
অকা/বিঅ/ফর/বিকাল/১২ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 5 months আগে

