অর্থকাগজ প্রতিবেদন ●
ডিসেম্বর মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের খুচরা মূল্য লিটারপ্রতি ২ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন এই মূল্যহার আগামী সোমবার (১ ডিসেম্বর) থেকে কার্যকর হবে। বিষয়টি নিশ্চিত করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
রোববার (৩০ নভেম্বর) জারি করা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের চলমান ওঠানামার সঙ্গে স্থানীয় বাজারের দামকে সামঞ্জস্যপূর্ণ রাখতে সরকার স্বয়ংক্রিয় মূল্য সমন্বয় পদ্ধতি প্রয়োগ করছে। সংশোধিত প্রাইসিং ফর্মুলা অনুযায়ী প্রতি মাসের প্রথম দিন নতুন মূল্য নির্ধারণ করা হয়, যাতে ভোক্তারা তুলনামূলক সাশ্রয়ী দামে জ্বালানি তেল পেতে পারেন এবং একইসঙ্গে রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থাগুলোর আর্থিক ক্ষতি নিয়ন্ত্রণে থাকে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী ডিসেম্বর মাসে ডিজেলের খুচরা মূল্য লিটারপ্রতি ১০২ টাকা থেকে বাড়িয়ে ১০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। অকটেনের দাম ১২২ টাকা থেকে বেড়ে হয়েছে ১২৪ টাকা।
পেট্রলের দাম ১১৮ টাকা থেকে বাড়িয়ে ১২০ টাকায় পুনর্নির্ধারণ করা হয়েছে। একইভাবে কেরোসিনের মূল্যও ১১৪ টাকা থেকে বাড়িয়ে ১১৬ টাকা করা হয়েছে।
বিশ্ববাজারে মূল্য অস্থিরতার প্রভাব কমিয়ে দেশে জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং মাসভিত্তিক মূল্য-সমন্বয়ের ধারাবাহিকতা বজায় রাখতে এই সংশোধিত হার কার্যকর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। ●
অকা/জ্বা/ই/সকাল/১ ডিসেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 7 days আগে

