অর্থকাগজ প্রতিবেদন ●
তিনদিন বন্ধ থাকার পর ২৪ জুলাই সকাল ১১টা থেকে লেনদেন শুরু হয়েছে দেশের পুঁজি বাজারে। শুরুর পর থেকে শেয়ার বিক্রির চাপে বড় দরপতন হয়েছে পুঁজি বাজারে। ২৪ জুলাই বেলা ২টা পর্যন্ত লেনদেন চলবে।
২৪ জুলাই সকাল ১১টায় লেনদেন শুরুর পর থেকেই পুঁজি বাজারে শেয়ার বিক্রির চাপ বাড়তে থাকে। লেনদেন শুরুর প্রথম ২০ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তিনটি সূচকই ১ শতাংশের বেশি পয়েন্ট হারিয়েছে। এরমধ্যে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স ১ দশমিক ১৯ শতাংশ কমে ৫ হাজার ৩৮১ দশমিক ৯২ পয়েন্টে দাঁড়িয়েছে। শরীয়াহ সূচক ডিএসইএস ১ দশমিক ১৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৭৭ দশমিক ৪৬ পয়েন্টে। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ আজ ১ দশমিক ৩৭ শতাংশ কমে ১ হাজার ৯১৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
প্রথম ২০ মিনিটে ডিএসইতে ২৭ কোটি ২৬ লাখ টাকার লেনদেন হয়েছে। এ সময়ে ২৮টি সিকিউরিটিজের দর বাড়ার বিপরীতে কমেছে ২৪৬টি আর অপরিবর্তিত ছিল ৯টির বাজার দর।
প্রসঙ্গত, দেশব্যাপী সংঘাতময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৯ জুলাই রাতে কারফিউ জারি করে সরকার। পাশাপাশি চলতি সপ্তাহের প্রথম তিন কার্যদিবস ২১ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এতে তিনদিন পুঁজি বাজারের লেনদেন বন্ধ থাকে। ●
অকা/পুঁবা/ফর/বিকাল/২৪ জুলাই, ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 year আগে