অর্থকাগজ প্রতিবেদন ●
নির্মাণ খাতের অগ্রগতি নেই। সার্বিকভাবে মে মাসে অর্থনীতি কিছুটা এগিয়েছে এবং অর্থনীতিতে কৃষি, উৎপাদন ও সেবা খাত ভালো করেছে।

মে মাসের বাংলাদেশ পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স বা পিএমআইতে অর্থনীতির এই চিত্র পাওয়া গেছে। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ও বেসরকারি গবেষণা সংস্থা পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ প্রতি মাসে এই সূচক প্রকাশ করে থাকে। এই সূচক দিয়ে মূলত অর্থনীতির গতিপ্রকৃতি বিশ্লেষণ করা হয়। ১৫ জুন এমসিসিআইয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য দেওয়া হয়।

পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসরুর রিয়াজ বলেন, মে মাসে রফতানিনির্ভর উৎপাদন খাতের গতিশীলতা এবং ঈদ উৎসবকে কেন্দ্র করে কৃষি ও এর সরবরাহ ব্যবস্থার অগ্রগতির ফলে বাংলাদেশের সামগ্রিক অর্থনীতি দ্রুত সম্প্রসারণে রয়েছে। তবে নির্মাণ খাতই একমাত্র খাত, যেখানে সম্প্রসারণে কোনো অগ্রগতি হয়নি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মে মাসে বাংলাদেশের সার্বিক পিএমআই স্কোর এপ্রিলের তুলনায় ৬ পয়েন্ট বেড়ে ৫৮ দশমিক ৯-এ উন্নীত হয়েছে। যা অর্থনীতির দ্রুত সম্প্রসারণের ইঙ্গিত দেয়। কৃষি খাত টানা অষ্টম মাসে সম্প্রসারণমুখী অবস্থায় আছে। তা দ্রুতগতিতে হয়েছে। উৎপাদন খাত টানা নবম মাসে সম্প্রসারণ করেছে এবং তা আগের চেয়ে দ্রুত। নির্মাণ খাত টানা ষষ্ঠ মাসে সম্প্রসারণে ছিল, তবে গত মাসের তুলনায় কোনো পরিবর্তন হয়নি। ●

অকা/বাণিজ্য/ফর/সন্ধ্যা/১৫ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 6 months আগে

Leave A Reply

Exit mobile version