অর্থকাগজ প্রতিবেদন 

একীভূত হওয়া পাঁচ ইসলামী ব্যাংকের আমানতকারীদের মুনাফায় হেয়ারকাট ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

দেশের ব্যাংক খাত সংস্কার এবং একীভূতকরণ প্রক্রিয়াকে গতিশীল করতে বাংলাদেশ ব্যাংক একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা পাঁচটি শরীয়াহভিত্তিক ব্যাংকের আমানতকারীরা ২০২৪ ও ২০২৫ সালের জন্য তাদের জমাকৃত আমানতের ওপর কোনো মুনাফা পাবেন না। আন্তর্জাতিক ব্যাংক রেজুলেশন নীতিমালা অনুসরণ করে কেন্দ্রীয় ব্যাংক এই দুই বছরের মুনাফা হেয়ারকাট বা কর্তন করার নির্দেশ দিয়েছে। গত বুধবার (১৪ জানুয়ারী) সংশ্লিষ্ট ব্যাংকগুলোর প্রশাসকদের কাছে এই সংক্রান্ত একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।

যে পাঁচটি ব্যাংক একীভূত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করেছে সেগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক। একীভূতকরণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সাথে সাথে এই ব্যাংকগুলো বিলুপ্ত হয়ে যাবে এবং তাদের সমস্ত দায়, সম্পদ ও জনবল নতুন ব্যাংকের অধীনে চলে আসবে।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজুলেশন ডিপার্টমেন্টের নির্দেশনা অনুযায়ী, ১ জানুয়ারি ২০২৪ থেকে ২৮ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সময়ের জন্য আমানতের কোনো মুনাফা গণনা করা হবে না। এই হেয়ারকাট পদ্ধতি প্রয়োগ করে প্রতিটি আমানতকারীর হিসাবের চূড়ান্ত স্থিতি নতুন করে গণনা করার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যাংক রেজুলেশন স্কিমের সুষ্ঠু ও অভিন্ন বাস্তবায়ন নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার কোটি টাকা, যার মধ্যে পরিশোধিত মূলধন হবে ৩৫ হাজার কোটি টাকা। সরকার ইতোমধ্যে এই মূলধনের একটি বড় অংশ হিসেবে ২০ হাজার কোটি টাকা সরবরাহ করেছে। এছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রাতিষ্ঠানিক আমানতকারীদের স্থায়ী আমানতের একটি উল্লেখযোগ্য অংশ অর্থাৎ মোট ১৫ হাজার কোটি টাকা ব্যাংকের শেয়ারে রূপান্তর করা হবে।

আমানত উত্তোলনের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক একটি নির্দিষ্ট সীমা নির্ধারণ করে দিয়েছে। ক্ষুদ্র আমানতকারীরা যাদের হিসেবে ২ লাখ টাকা পর্যন্ত রয়েছে, তারা একীভূতকরণ কার্যকর হওয়ার পর যেকোনো সময় তা উত্তোলন করতে পারবেন। তবে ২ লাখ টাকার বেশি আমানতের ক্ষেত্রে গ্রাহকরা প্রতি তিন মাস অন্তর ১ লাখ টাকা করে উত্তোলন করার সুযোগ পাবেন, যা সর্বোচ্চ দুই বছর পর্যন্ত বিস্তৃত হতে পারে। প্রাতিষ্ঠানিক আমানতকারীদের জন্যও একই নিয়ম প্রযোজ্য হবে।

সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় ঢাকার মতিঝিলের সেনাকল্যাণ ভবনে স্থাপন করা হয়েছে। মেয়াদি ও স্থায়ী আমানতের বিপরীতে গ্রাহকরা সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত বিনিয়োগ সুবিধা নিতে পারবেন এবং দীর্ঘমেয়াদি আমানতগুলো নির্ধারিত নীতিমালা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে নবায়নযোগ্য হবে।

অকা/প্র/ই/সকাল/১৫ জানুয়ারী, ২০২৬ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 4 hours আগে

Leave A Reply

Exit mobile version