অর্থকাগজ প্রতিবেদন 

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল প্রক্রিয়াকে আরও সহজ করেছে। এখন থেকে প্রবাসী করদাতারা মোবাইল ফোনের পরিবর্তে নিজেদের ই-মেইলে ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) গ্রহণ করে ই-রিটার্ন দাখিল করতে পারবেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ বলেন, এতদিন ই-রিটার্ন পোর্টালে নিবন্ধনের সময় করদাতার বায়োমেট্রিক নিবন্ধিত বাংলাদেশের মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হতো। প্রবাসীদের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর থাকায় অনেকেই বিদেশ থেকে রিটার্ন দাখিলে সমস্যায় পড়ছিলেন। এ সমস্যা দূর করতে এখন তাদের ই-মেইলে ওটিপি পাঠানোর ব্যবস্থা চালু করা হয়েছে।

এনবিআরের তথ্যমতে, বিদেশে অবস্থানরত করদাতারা এখন পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, ভিসা বা সিলের কপি, ই-মেইল ঠিকানা ও ছবি সংযুক্ত করে ereturn@etaxnbr.gov.bd 
অকা/রা/ই/সকাল/২৩ অক্টোবর, ২০২৫ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 18 hours আগে

Leave A Reply

Exit mobile version