অর্থকাগজ প্রতিবেদন
বাংলাদেশ-সুইডেনের ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ফন লিন্ডে সম্প্রতি বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি এসএম মান্নানের (কচি) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে উভয় পক্ষ বাংলাদেশ ও সুইডেনের মধ্যে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলা এবং একসঙ্গে কাজ করার সুযোগ ও উপায় খুঁজে বের করার বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করেছে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাক্ষাতে সুইডেনের রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন সুইডেন দূতাবাসের হেড অব পলিটিক্যাল, ট্রেড অ্যান্ড কমিউনিকেশন লোভিসা হফম্যান। এ সময় বিজিএমইএর সিনিয়র সহসভাপতি খন্দকার রফিকুল ইসলাম, সহসভাপতি মিরান আলী, সহসভাপতি আবদুল্লাহ হিল রাকিব, পরিচালক আসিফ আশরাফ, পরিচালক মো. ইমরানুর রহমান, পরিচালক মো. আশিকুর রহমান (তুহিন), পরিচালক শোভন ইসলাম, পরিচালক শামস মাহমুদ, পরিচালক মো. জাকির হোসেন ও পরিচালক মো. রেজাউল আলম (মিরু) উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশ ও সুইডেনের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর উপায়গুলোর ওপর গুরুত্ব দিয়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।
বিজিএমইএ নেতারা বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বর্তমান অবস্থা, রূপকল্প এবং সম্ভাবনা নিয়ে রাষ্ট্রদূতকে অবহিত করেন।
আলোচনায় তারা টেকসই প্রবৃদ্ধি অর্জন এবং উন্নয়নের প্রতি শিল্পের জোরালো প্রতিশ্রুতি তুলে ধরে প্রতিশ্রুতি বাস্তবায়নে সাসটেইনেবিলিটি প্রসারের লক্ষ্যে শিল্পের গৃহীত উদ্যোগগুলো তুলে ধরেন।
বিজিএমইএ নেতারা পোশাক খাতের অগ্রগতির জন্য বিশেষ করে নবায়নযোগ্য শক্তি, উদ্ভাবন, প্রযুক্তি হস্তান্তর এবং সবুজ প্রবৃদ্ধির উদ্যোগগুলোতে সুইডিশ সরকারের সহযোগিতা গভীরভাবে কামনা করেন।
অকা/বাসুইডেন/ফর/সকাল, ০৮-০৫-২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 2 years আগে
