অর্থকাগজ প্রতিবেদন 
আরও ২০ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। এবার সাজা শেষে বাংলাদেশিসহ ১৫৪ জন বন্দিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

২৫ আগস্ট রাজ্যের অভিবাসন বিভাগ থেকে এক ফেসবুক পোস্টে বলা বলেছে, পেকান নেনাস বন্দিশিবির থেকে কেএলআইএ টার্মিনাল ১, সুলতান ইস্কান্দার বিল্ডিং (বিএসআই) এবং স্টুলাং লাউত ফেরি টার্মিনালের মাধ্যমে মিয়ানমারের ৮২ জন, ইন্দোনেশিয়ার ৫০, বাংলাদেশের ২০ এবং সিঙ্গাপুরের দুইজন নাগরিকসহ মোট ১৫৪ জন বন্দিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং অভিবাসন প্রবিধান ১৯৬৩-এর পাশাপাশি অন্যান্য এনফোর্সমেন্ট এজেন্সি আইনের অধীনে বিভিন্ন অপরাধের জন্য সাজা শেষে নিজ নিজ জাতীয় দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই পাস পাওয়ার পর তাদের ফেরত পাঠানো হয়েছে। সেই সঙ্গে তাদের কালো তালিকাভুক্ত করা হয়েছে। যাতে করে এই সব অভিবাসীরা ফের মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারে।

এর আগে গত সপ্তাহে একই বন্দিশিবির, পেকান নেনাস থেকে ৩৭ বাংলাদেশিসহ ৬৮ বন্দিকে নিজ দেশে ফেরত পাঠায় মালয়েশিয়া। ●

অকা/শ্রবা/ফর/সকাল/২৭ আগস্ট, ২০২৪ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 1 year আগে

Leave A Reply

Exit mobile version