অর্থকাগজ প্রতিবেদন ●
আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড(এনবিআর) শেষ পর্যন্ত। করোনা পরিস্থিতি ও কর আদায় কম হওয়ার কারণে এনবিআর এ সিদ্ধান্ত নিয়েছে। ফলে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলতি বছরের আয়কর রিটার্ন জমা দিতে পারবেন ব্যক্তিশ্রেণির করদাতারা।
এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআর। এতে বলা হয়, করোনা পরিস্থিতির কারণে যে অসুবিধা সৃষ্টি হয়েছে তা বিবেচনায় নিয়ে ব্যক্তিশ্রেণির করদাতার ২০২১-২২ করবছরে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হলো। এনবিআরের সূত্র জানায়, করোনা পরিস্থিতি এবং আশানুরূপ রিটার্ন দাখিল ও কর আদায় না হওয়ার কারণে সময় বৃদ্ধি করা হয়েছে। দেশে বর্তমানে ৭০ লাখ টিআইএনধারী রয়েছে।
#
সর্বশেষ হালনাগাদ 4 years আগে
