হরলিক্স ব্রেইন গেমস অলিম্পিয়াডের আঞ্চলিক রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। এতে জয়ী হয়ে ঢাকা অঞ্চল থেকে শীর্ষ ২২ প্রতিভাবান ক্ষুদে শিক্ষার্থী ঢাকায় অনুষ্ঠিত জাতীয় রাউন্ডে অংশগ্রহণ করতে যাচ্ছে। ১৫ নভেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশের ২২ হাজারেরও বেশি শিার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। কুইজ, পাজল এবং চ্যালেঞ্জিং গেমসের মাধ্যমে তাদের বুদ্ধিমত্তা ও সমস্যা সমাধানের দতা পরীা করা হয়েছে।
অনলাইন প্রিলিমিনারি রাউন্ডের পর, দেশের পাঁচটি অঞ্চলে (রংপুর, খুলনা, ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ) আঞ্চলিক রাউন্ড অনুষ্ঠিত হয়। প্রতিটি অঞ্চলের শীর্ষ ১ হাজার জন শিার্থীর মধ্যে থেকে ২২ জন শ্রেষ্ঠ শিক্ষার্থী জাতীয় রাউন্ডে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।
হরলিক্স ব্রেইন গেমস অলিম্পিয়াডের মূল উদ্দেশ্য হলো বুদ্ধিবৃত্তিক চিন্তাশক্তি এবং সমস্যা সমাধানে দক্ষ পরবর্তী প্রজন্ম তৈরি করা। এ ধরনের প্রতিযোগিতা নিয়মিত আয়োজনের মাধ্যমে দেশের শিক্ষার্থীরা নিজেদের মেধার সর্বোচ্চ ব্যবহার করে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে পারবে। খবর বিজ্ঞপ্তির ●
অকা/শিবা/সখবি/ফর/সন্ধ্যা/১৬ নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 year আগে

