অর্থকাগজ প্রতিবেদন ●
সর্বশেষ মৌসুমে রেকর্ড পরিমাণ চা বিক্রি হয়েছে চট্টগ্রামের নিলাম বাজারে। তবে বিক্রি বাড়লেও চায়ের গড় দাম কমে যাওয়ায় আগের মৌসুম থেকে চা উৎপাদনকারী বাগানগুলোর আয় কমেছে। গত মৌসুম থেকে অন্তত ১০০ কোটি টাকা কম আয় করেছে দেশের চা উৎপাদনকারী বাগানগুলো।
দেশের প্রধান চা নিলাম কেন্দ্র চট্টগ্রামে। এখানে ২০২৩-২৪ মৌসুমের নিলাম শেষ হয়েছে ৩০ মার্চ। গত বছর দেশে রেকর্ড ১০ কোটি ২৯ লাখ ১৮ হাজার কেজি চা উৎপাদন হয়েছিল। এর মধ্যে চট্টগ্রামে সর্বশেষ নিলাম চলাকালীন দেশের ১৬৮টি চা বাগান ও ক্ষুদ্রায়তন চা-চাষীদের পাঠানো মোট ৯ কোটি ৪২ লাখ ৩০ হাজার ৫৭১ কেজি চা বিক্রি হয়েছে। প্রতি কেজি ১৭২ দশমিক ৬১ টাকা গড় দামে সর্বমোট ১ হাজার ৬২৬ কোটি ৫৬ লাখ ৯ হাজার ৭১৭ টাকার এসব চা কিনে নিয়েছে চা বোর্ডের নিবন্ধিত ক্রেতা প্রতিষ্ঠানগুলো।
ব্রোকার্স প্রতিষ্ঠানগুলোর নিলাম প্রতিবেদন পর্যালোচনায় দেখা গেছে, সবশেষ মৌসুমে সবচেয়ে বেশি দামে চা বিক্রি করেছে কেদারপুর চা বাগান। বাগানটি কেজিপ্রতি ২৮৫ টাকা ৭৪ পয়সা গড় দামে মোট ৪ লাখ ৭৫ হাজার ২৬৯ কেজি চা নিলামে বিক্রি করেছে। অন্যদিকে দ্বিতীয় সর্বোচ্চ চা বিক্রি করেছে মধুপুর চা বাগান। এবারের নিলাম মৌসুমে এ চা বাগান ২৭৭ দশমিক ৫০ টাকা দরে মোট ৯ লাখ ৩ হাজার ৯৮৮ কেজি চা বিক্রি করেছে। এর পরই তৃতীয় সর্বোচ্চ দামে চা বিক্রি করেছে খৈয়াছড়া ডলু চা বাগান। ২৪৪ দশমিক ৩২ টাকা কেজি দরে মোট ৯ লাখ ৫ হাজার ৭৩৪ কেজি চা বিক্রি করেছে এ চা বাগান।
নিলামে ক্রয় করা চা ১৫ শতাংশ শুল্ক, ১ শতাংশ চা বোর্ড ও ১ শতাংশ ব্রোকার্স প্রতিষ্ঠানকে দিয়ে গুদাম থেকে চা সংগ্রহ করে ক্রেতা প্রতিষ্ঠানগুলো। যার কারণে শুল্ক, ক্রয় কমিশন ও আনুষঙ্গিক খরচসহ এসব চায়ের মোট বাজারমূল্য ২ হাজার কোটি টাকারও বেশি।
চা উৎপাদন ও বিক্রি বাড়লেও গড় দাম কমে যাওয়ায় আগের বছরের চেয়ে এবার আয় কমেছে বাগানগুলোর। এর আগে চট্টগ্রামে ২০২২-২৩ নিলাম বছরে মোট ৮ কোটি ৬৬ লাখ ২২ হাজার ৮৪০ কেজি ১ গ্রাম চা বিক্রি করা হয়েছিল। কেজিপ্রতি চায়ের গড় দাম ছিল ১৯৭ টাকা ৬৬ পয়সা, যা এবারের মৌসুম থেকে প্রায় ২৫ টাকা বেশি। সে মৌমুমে চা বাগানগুলো সর্বমোট ১ হাজার ৭১২ কোটি ১৮ লাখ ৯৭ হাজার ৪২৩ টাকার চা বিক্রি করেছিল।
চট্টগ্রামে প্রতি সপ্তাহের সোমবার সাধারণত নিলাম অনুষ্ঠিত হয়। নিয়মিত ৪৫টি নিলাম হওয়ার কথা থাকলেও সর্বশেষ মৌসুমে মোট ৫০টি নিলাম অনুষ্ঠিত হয়েছে, যা রেকর্ড সর্বোচ্চ। দেশের বাগানগুলোয় উৎপাদিত বাড়তি চা এবং আগের মৌসুম ও পূর্ববর্তী নিলামে অবিক্রীত চা থেকে যাওয়ায় বাড়তি পাঁচটি নিলামের আয়োজন করেছিল চা বোর্ড। এ হিসেবে এবারের নিলাম মৌসুমে সবচেয়ে বেশি চা বিক্রি করেছে চা বাগানগুলো।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা ও পঞ্চগড়ে দুটি নিলাম বাজার থাকলেও দেশের প্রায় ৯৫ শতাংশের বেশি চা-ই বিপণন কার্যক্রম সম্পন্ন হয় চট্টগ্রামের টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টিটিএবি) নিলামের মাধ্যমে।
অকা/চচনিশি/ফর/দুপুর, ১৮ মে, ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 year আগে