বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর উদ্যোক্তা পরিচালক মোঃ ইকবাল হোসেন চৌধুরী বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)-এর ২০২৫–২০২৭ মেয়াদের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের কর্মকর্তা ও কর্মচারীরা।
তিনি জেসিএক্স ডেভেলপমেন্ট লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি-এর পরিচালক এবং সফল উদ্যোক্তা হিসেবে ব্যবসা ও শিল্পখাতে অগ্রগতির ধারাকে এগিয়ে নিচ্ছেন। তাঁর দূরদর্শী নেতৃত্ব, উদ্যোক্তা মনোভাব এবং উৎকর্ষের প্রতি অঙ্গীকার দেশের অর্থনৈতিক বিকাশে অনুপ্রেরণার উৎস।
লক্ষ্মীপুর জেলার এক সম্মানিত মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী মো. ইকবাল হোসেন চৌধুরী ঢাকা কলেজ থেকে স্নাতক এবং সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে ‘ক্যাপস্টোন কোর্স’ সম্পন্ন করেন।
জাপানের ক্রিড গ্রুপ-এর সঙ্গে যৌথ বিনিয়োগ উদ্যোগের মাধ্যমে তিনি প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (FDI) আকর্ষণে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলেছে।
ব্যবসার পাশাপাশি সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও তিনি সক্রিয়। তিনি বসুন্ধরা কিংস ফুটবল ক্লাবের ভাইস চেয়ারম্যান, সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (SCCI) ও জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (JBCCI)-এর সদস্য, এবং পূর্বে এফবিসিসিআই (FBCCI)-এর পরিচালক ছিলেন।
বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড তাঁর এই গৌরবময় অর্জনে আন্তরিক অভিনন্দন জানায় এবং বিশ্বাস করে—তাঁর প্রজ্ঞাবান নেতৃত্ব দেশের শিল্পোন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধিকে আরও ত্বরান্বিত করবে। খবর বিজ্ঞপ্তির
অকা/জীবীকো/সখবি/ই/দুপুর/৪ নভেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 13 hours আগে

Leave A Reply

Exit mobile version