অর্থকাগজ প্রতিবেদন ●
বন্ধ মিলগুলোকে ফের চালু করা হবে। আমরা সবাই মিলে পরিবর্তনের ধারা চালু করতে চাই। পরবর্তীতে যারা রাষ্ট্রমতায় আসবেন তারা তা অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের ৯২তম আখ মাড়াই উদ্বোধন কালে উপদেষ্টা এসব কথা বলেন। ১৫ নভেম্বর বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন চেয়ারম্যান ড. লিপিকা ভদ্রের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, করপোরেশন পরিচালক এ টি এম কামরুল ইসলাম তাং, জেলা প্রশাসক আসমা শাহিন, পুলিশ সুপার মারুফাত হুসাইন। অন্যান্যের মধ্যে সভায় বক্তব্য রাখেন ২০২৩-২৪ মৌসুমে সর্বোচ্চ আখ সরবরাহকারী চাষি হাসান রাজা, মিলের শ্রমিক কর্মচারী ইউনিয়ন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু।
মিল সূত্রে জানা গেছে চলতি মাড়াই মৌসুমে দুই লাখ মেট্রিক টন আখ উৎপাদন করে ১৫ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের ল্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দৈনিক এক হাজার ৭০০ মেট্রিক টন মাড়াই কর্মমতা নিয়ে ১১৭ কর্মদিবসে ১৫ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের ল্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ধরা হয়েছে ৭ দশমিক ৫ ভাগ।
চলতি মৌসুমে এই মিলে ১৭ হাজার ৫০০ একর জমিতে আখ রোপণের সীমা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে মিলের নিজস্ব জমি রয়েছে দুই হাজার ৫০০ একর। ১২ নভেম্বর হতে ৩১টি ক্রয়কেন্দ্রের মাধ্যমে আখ কেনা শুরু হয়েছে। এ বছর প্রতি মণ আখের দাম ধরা হয়েছে মিল গেটে ২৪০ এবং ক্রয়কেন্দ্রে ২৩৭ টাকা। ●
অকা/শিবা/ফর/রাত/১৫ নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 year আগে

