অর্থকাগজ প্রতিবেদন ●
চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান হোম জয় সকস বাংলাদেশ বেপজা অর্থনৈতিক অঞ্চলে পাঁচ কোটি মার্কিন ডলার বিনিয়োগে একটি মোজা ও তৈরী পোশাক প্রস্তুতকারী কারখানা স্থাপন করতে যাচ্ছে। এ লক্ষ্যে ৮ সেপ্টেম্বর ঢাকার বেপজা নির্বাহী দফতরে প্রতিষ্ঠানটির সাথে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)।
এ সময় নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো: আশরাফুল কবীর এবং হোম জয় সকস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মি ফু ওয়েনলং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চীনা প্রতিষ্ঠানটি বার্ষিক ১০ কোটি জোড়া মোজা, ১০ কোটি পিস টাইটস, ১০ কোটি পিস নারীদের অন্তর্বাস, পাঁচ কোটি মিলিয়ন পিস শিশুদের নিট পোশাক তৈরি করবে। প্রতিষ্ঠানটিতে ৪৯৮০ জন বাংলাদেশীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (প্রশাসন) আ. স. ম. জামশেদ খোন্দকার, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো: তানভীর হোসেন, বেপজা অর্থনৈতিক অঞ্চলের প্রকল্প পরিচালক মোহাম্মদ এনামুল হক এবং নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজসহ প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ●
অকা/শিবা/ফর/সকাল/১১ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 year আগে

