অর্থকাগজ প্রতিবেদন ●
গত বছরের ৩০ জানুয়ারি আইএমএফ নির্বাহী বোর্ডের সভায় বাংলাদেশের জন্য ৪৭০ কোটি ডলারের ঋণ প্রস্তাব অনুমোদন করা হয়। তারপর একে একে তৃতীয় কিস্তির ঋণ আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ঋণ কর্মসূচির ১১৪ কোটি ৮০ লাখ ডলার পেয়েছে বাংলাদেশ। ২৪ জুন সংস্থাটির নির্বাহী পর্ষদের সভায় দ্বিতীয় রিভিউ মিশনের প্রতিবেদন পর্যালোচনা শেষে তৃতীয় কিস্তির অর্থ ছাড়ের বিষয়টি অনুমোদন করা হয়। ২৭ জুন তৃতীয় কিস্তির অর্থ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক।
সাত কিস্তিতে ৪২ মাসে এ ঋণ পাবে বাংলাদেশ। ঋণের গড় সুদের হার ২ দশমিক ২ শতাংশ। ২০২৬ সাল পর্যন্ত এ ঋণ কর্মসূচি চলাকালীন বাংলাদেশকে বিভিন্ন ধরনের শর্ত পরিপালন ও সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। গত বছরের ফেব্রুয়ারিতে আইএমএফ এর কাছ থেকে ঋণের প্রথম কিস্তির ৪৭ কোটি ৬০ লাখ ডলার এবং গত বছরের ডিসেম্বরে দ্বিতীয় কিস্তির ৬৮ কোটি ৯৮ লাখ ডলার পেয়েছে বাংলাদেশ। সব মিলিয়ে তিন কিস্তিতে ঋণের ২২৯ কোটি ৫০ লাখ ডলার পেয়েছে বাংলাদেশ। ●
অকা/আখা/ফর/সকাল/২৮ জুন, ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 year আগে