অর্থকাগজ প্রতিবেদন ●
রাজধানীর বাজারগুলোতে কয়েকদিন মাছের সরবরাহ কমেছে। পাশাপাশি টানা বৃষ্টির কারণে ক্রেতাও কিছুটা কম। এতে ইলিশসহ সব ধরনের মাছের দাম বেড়েছে। এক কেজির চেয়ে বেশি ওজনের ইলিশ প্রতিকেজি বিক্রি হচ্ছে ২ হাজার ৬০০ টাকায়। বেড়েছে গরিবের মাছ হিসেবে পরিচিত পাঙাসের দামও। বড় আকারের পাঙাস প্রতিকেজি বিক্রি হচ্ছে ২৮০ টাকা দরে। ১ আগস্ট দুপুরে রাজধানীর বাজারগুলোতে এমনটাই দেখা মিলে।

বাজারগুলোতে দেখা যায়, ৬ কেজি ওজনের কাতলা মাছ প্রতি কেজি ৭০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া ১০ থেকে ১১ কেজির কাতলা ৮৫০ টাকা প্রতিকেজি বিক্রি হচ্ছে। ছোট চিংড়ি প্রতিকেজি ৬০০ থেকে ৭০০ টাকা, ফলই ৪৫০ টাকা কেজি, পাবদা ৪৫০ টাকা ও তেলাপিয়া ২২০ কেজি দরে বিক্রি হচ্ছে।

বিক্রেতারা বলছেন, বাজারে বড় মাছের বিক্রি কিছুটা কম। তাছাড়া দুইদিন মাছের সরবরাহ কিছুটা কম থাকায় দাম কিছুটা বেড়েছে। আবার সকাল থেকে বৃষ্টির কারণে ক্রেতার সংখ্যাও কিছুটা কম।

ক্রেতারা বলছেন, বাজারে মাছ কম থাকায় বিক্রেতারা দাম বেশি চাচ্ছেন। তবে ইলিশের দাম এখন মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গেছে বলে মনে করছেন তারা।

বাজার করতে আসা এক ক্রেতা বলেন, বাজারে মাছ কম। কিছু ইলিশ দেখলাম, তবে দাম বেশি। তেলাপিয়াও পেলাম না। ভাবলাম কিছু দেশি ছোট মাছ কিনবো, তাও নেই। এখন কী মাছ কিনবো জানি না, বাজার আরও ঘুরে দেখি।

বিক্রেতারা বলেন, মাছের দাম একটু বেশি। আড়তে মাছ কম, দামও বেশি। অল্প মাছ এনেছি, কিছু বিক্রি হয়েছে। ছুটি থাকায় বিকেলের পরও ক্রেতারা আসবেন। ●

অকা/আখা/ফর/দুপুর/২ আগস্ট, ২০২৫ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 2 months আগে

Leave A Reply

Exit mobile version