উইজার্ড শোবিজের উদ্যোগে ২৪ মে ঢাকা ফুড ফেস্ট-২০২৪ শুরু হবে। দুই দিনব্যাপী এ ফুড ফেস্ট বসুন্ধরার আইসিসিবির ৩নং হলে সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। এতে ভোজনরসিক বাঙালি দর্শনার্থীদের জন্য রয়েছে স্বাস্থ্যকর ও আকর্ষণীয় স্বাদের হরেক রকম দেশী-বিদেশী খাবার ও পানীয় এর বিস্তৃত আয়োজন।

মেলার প্রথম দিন বিকাল ৩টায় ফিতা কেটে লাইভ কনসার্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এফডিসির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল। মেলার প্রথম দিন লাইভ কনসার্ট মাতাতে থাকবে জনপ্রিয় মিউজিক ব্যান্ড সাবকনশাস, ভাইকিংস ও সোনার বাংলা সার্কাস। পাশাপাশি দ্বিতীয় দিন মঞ্চ মাতাতে থাকবে আর্ক, মিজান এন্ড ব্রাদার্স ও ব্ল্যাক জ্যাং।

এ মেলায় একই ছাদের নিচে লাইভ কনসার্ট উপভোগের পাশাপাশি নানাবিধ খাবারের লোভনীয় পসরা দর্শনার্থীদের করবে বিমুগ্ধ ও পরিতৃপ্ত- এমনটাই আশা করছেন আয়োজকরা। মেলার টাইটেল স্পন্সর লাভেলো। খবর বিজ্ঞপ্তির

অকা/শিবা/সখবি/ফর/রাত, ২২ মে, ২০২৪ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 2 years আগে

Leave A Reply

Exit mobile version