অর্থকাগজ প্রতিবেদন ●
বিনিয়োগকারীদেরকে শেয়ারপ্রতি ১১ টাকা অন্তর্বর্তী লভ্যাংশ দিবেন পুঁজি বাজারে তালিকাভুক্ত গ্রামীণফোন (জিপি)। পরিচালনা পর্ষদ চলতি বছরের প্রথম ছয় মাসের ব্যবসার ওপর ভিত্তি করে শেয়ার হোল্ডারদের ১১০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণার পাশাপাশি কোম্পানিটি চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এ প্রতিবেদনের তথ্য অনুযায়ী চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটির মুনাফা আগের বছরের তুলনায় বেড়েছে। তবে ছয় মাসের হিসেবে মুনাফা কমেছে।
গ্রামীণফোন কর্তৃপরে দেয়া তথ্যের ভিত্তিতে ১৭ জুলাই দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
অন্তর্বর্তী লভ্যাংশ পাওয়ার যোগ্য বিনিয়োগকারী নির্বাচনে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ আগস্ট। ডিএসই জানিয়েছে, লভ্যাংশ ঘোষণার কারণে আজ কোম্পানিটির শেয়ারের দাম বাড়ার ক্ষেত্রে কোনো সার্কিট ব্রেকার থাকবে না
এদিকে চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ৬ টাকা ৫১ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৬ টাকা ৩৮ পয়সা। এ হিসাবে গত বছরের তুলনায় শেয়ার প্রতি মুনাফা বেড়েছে ১৩ পয়সা।
জানুয়ারি-জুলাই সময়ের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ১১ টাকা ২১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৬ টাকা ২৯ পয়সা পয়সা। সে হিসাবে প্রতিটি শেয়ারের বিপরীতে মুনাফা কমেছে ৫ টাকা ৮ পয়সা। ●
অকা/পুঁবা/ফর/সন্ধ্যা/১৭ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 3 months আগে

