অর্থকাগজ প্রতিবেদন 

গত আগস্ট মাসে শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগের প্রবণতায় এক ধরনের বৈচিত্র্য দেখা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, তালিকাভুক্ত ৬টি কোম্পানিতে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অন্যদিকে, ১১টি কোম্পানিতে বিদেশি বিনিয়োগ কমেছে, যা বাজারে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে।

বিনিয়োগ বৃদ্ধি পাওয়া কোম্পানি

আগস্টে যেসব কোম্পানিতে বিদেশি বিনিয়োগ বেড়েছে, সেগুলো হলো: ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, আইডিএলসি, সামিট অ্যালায়েন্স পোর্ট, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ এবং তাল্লু স্পিনিং। প্রতিটি কোম্পানির বিদেশি শেয়ারহোল্ডিং কমপক্ষে ০.১০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে, যা বাজারের জন্য ইতিবাচক ইঙ্গিত বহন করে।

  • ব্র্যাক ব্যাংক: বিদেশি বিনিয়োগ জুলাইয়ের ৩৫.৫০% থেকে আগস্টে বেড়ে দাঁড়িয়েছে ৩৬.০৬%-এ। সর্বশেষ অর্থবছরে ব্যাংকটি ১২.৫০% ক্যাশ এবং ১২.৫০% স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।

  • সিটি ব্যাংক: জুলাইয়ে বিদেশি শেয়ার ৬.৬৪% থাকলেও আগস্টে তা বেড়ে হয়েছে ৬.৭৭%। ব্যাংকটি ১২.৫০% ক্যাশ ও ১২.৫০% স্টক ডিভিডেন্ড দিয়েছে।

  • আইডিএলসি: বিদেশি বিনিয়োগ ১.৫১% থেকে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১.৭২%-এ। প্রতিষ্ঠানটি সর্বশেষ ১৫% ক্যাশ ও ৫% স্টক ডিভিডেন্ড প্রদান করেছে।

  • সামিট অ্যালায়েন্স পোর্ট: জুলাইয়ে বিদেশি শেয়ার ৩.৯৪% থাকলেও আগস্টে তা দাঁড়িয়েছে ৪.০৬%-এ। কোম্পানিটি ১৫% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।

  • সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ: বিদেশি বিনিয়োগ শূন্য থেকে বেড়ে দাঁড়িয়েছে ০.১৫%-এ। সর্বশেষ অর্থবছরে কোম্পানিটি ১০% স্টক ডিভিডেন্ড প্রদান করেছে।

  • তাল্লু স্পিনিং: বিদেশি শেয়ার জুলাইয়ের ০.২২% থেকে আগস্টে বেড়ে দাঁড়িয়েছে ০.৩৫%-এ। তবে কোম্পানিটি ২০১৫ সালের পর থেকে আর কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি।

বিনিয়োগ কমেছে যেসব কোম্পানিতে

অন্যদিকে, আগস্টে তালিকাভুক্ত ১১টি কোম্পানিতে বিদেশি বিনিয়োগ কমেছে। এর মধ্যে রয়েছে: ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি (বিএটিবিসি), বিডি থাই অ্যালুমিনিয়াম, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, বেক্সিমকো ফার্মা, ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক, এমজেএলবিডি, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ওয়ান ব্যাংক, রেকিট বেনকিজার, রেনেটা এবং শেফার্ড ইন্ডাস্ট্রিজ। প্রতিটি কোম্পানিতেই বিদেশি শেয়ারহোল্ডিং ০.১০ শতাংশের বেশি হ্রাস পেয়েছে।

  • বিএটিবিসি: বিদেশি বিনিয়োগ জুলাইয়ে ৩.৭২% থাকলেও আগস্টে কমে দাঁড়িয়েছে ৩.৫৫%-এ। ২০২৪ সালে কোম্পানিটি ৩০০% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।

  • বিডি থাই অ্যালুমিনিয়াম: বিদেশি শেয়ার জুলাইয়ের ১.৩৪% থেকে কমে আগস্টে দাঁড়িয়েছে ০.৭৬%-এ। কোম্পানিটি ২০২৪ সালে মাত্র ০.২৫% ক্যাশ ডিভিডেন্ড প্রদান করে।

  • বেক্সিমকো ফার্মা: বিদেশি বিনিয়োগ জুলাইয়ের ২৭.৫৫% থেকে আগস্টে নেমে এসেছে ২৭.৩৪%-এ। কোম্পানিটি ৪০% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।

  • ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক: বিদেশি শেয়ার জুলাইয়ে ০.৫৯% থাকলেও আগস্টে কমে দাঁড়িয়েছে ০.৪৪%-এ। ২০২৩ সালে ব্যাংকটি ৫% ক্যাশ ও ৫% স্টক ডিভিডেন্ড দিলেও ২০২৪ সালে কোনো ডিভিডেন্ড দেয়নি।

  • অলিম্পিক ইন্ডাস্ট্রিজ: বিদেশি শেয়ার ৩৩.৯৬% থেকে কমে দাঁড়িয়েছে ৩৩.৪২%-এ। প্রতিষ্ঠানটি ১০% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।

  • রেনেটা: বিদেশি বিনিয়োগ ১৯.৪৩% থেকে কমে দাঁড়িয়েছে ১৮.৯১%-এ। কোম্পানিটি ৯২% ক্যাশ ডিভিডেন্ড প্রদান করেছে।

  • শেফার্ড ইন্ডাস্ট্রিজ: বিদেশি শেয়ার সবচেয়ে বেশি হ্রাস পেয়েছে। জুলাইয়ে ৫.৭৪% থাকলেও আগস্টে তা নেমে এসেছে ৪.৭৯%-এ। কোম্পানিটি সর্বশেষ ১% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

  • এমজেএলবিডি, ওয়ান ব্যাংক ও রেকিট বেনকিজার: এই কোম্পানিগুলোতেও বিদেশি বিনিয়োগ কমেছে। এমজেএলবিডি ২০২৪ সালে ৫১% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, ওয়ান ব্যাংক কোনো ডিভিডেন্ড দেয়নি, আর রেকিট বেনকিজার সর্বোচ্চ ৩৩৩০% ক্যাশ ডিভিডেন্ড প্রদান করেছে।

ডিএসইর পরিসংখ্যান অনুযায়ী, আগস্ট মাসে বিদেশি বিনিয়োগে মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে। ৬টি কোম্পানিতে বিনিয়োগ বাড়লেও ১১টি কোম্পানিতে তা কমেছে। এর ফলে বিদেশি বিনিয়োগকারীদের আস্থার মানচিত্রে পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায়। বাজারসংশ্লিষ্টরা মনে করছেন, কিছু সেক্টরভিত্তিক কোম্পানিতে বিদেশি আগ্রহ বাড়লেও বড় মূলধনী এবং বহুজাতিক কোম্পানিগুলোতে বিনিয়োগ কমা বাজারের জন্য উদ্বেগজনক।
অকা/পুঁবা/ই/সকাল/২৪ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 3 weeks আগে

Leave A Reply

Exit mobile version