অর্থকাগজ প্রতিবেদন ●
রফতানি আয় যখনই দেশে আসুক না কেন, যে সময়ে আসার কথা ছিল, রফতানিকারক তখনকার ডলারের দাম অনুযায়ী মূল্য পাবেন। দেশে ডলার প্রবাহ বাড়াতে নিজেদের আগের নীতি থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক।
রফতানি আয় দেশে ফেরাতে আগে দেয়া নির্দেশনা থেকে সরে এসেছে কেন্দ্রীয় ব্যাংক। ২০ মে জারীকৃত এক প্রজ্ঞাপনে জানানো হয়, রফতানি আয় যখন দেশে আসবে, তখনকার ডলারের দামেই মূল্য পাবেন রফাতানিকারক।
দেশ থেকে পণ্য রফতানি বাড়লেও প্রতি বছর বিপুল অংকের অর্থ দেশে আসছে না। চলতি অর্থবছরে এ পরিস্থিতি আরো খারাপ হয়েছে। দর নিয়ে অস্থিরতার কারণে রফতানিকারকদের অনেকে ডলার দেশে আনছেন না বলে জানা গেছে।
এ পরিস্থিতিতে গত বছরের মার্চে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বলা হয়, রফতানি আয় যে সময়ে দেশে আসার কথা সে সময়ে না এলে ওই সময়ে ডলারের দর অনুযায়ী মূল্য পাওয়া যাবে। কিন্তু রফতানিকারকরা কেন্দ্রীয় ব্যাংকের এ নির্দেশনা আমলে নেননি। তাই আগের প্রজ্ঞাপন স্থগিত করে নতুন ঘোষণা দেয়া হয়েছে। সে অনুযায়ী, রফতানিকারকরা অনেক আগের রফতানি মূল্য দেশে আনলেও প্রতি ডলারের বিপরীতে পাবেন ১১৭ টাকা ৫০ পয়সা। ●
অকা/ব্যাংকখাত/ফর/সকাল, ২১ মে, ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 year আগে