অর্থকাগজ প্রতিবেদন
দীর্ঘদিন বন্ধ থাকার পর চালু হয়েছে মানিকগঞ্জের আনান কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ৩ মে এ উপলে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ভাকুম এলাকায় আনান কারখানা মিলনায়তনে আনান কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ফিটকিরি কারখানা পুনঃচালুকরণ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সাবেক শিা সচিব ও ইন্টারন্যাশনাল লিজিং ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন, ‘দীর্ঘদিন বন্ধ থাকার পর নতুন পরিচালনা পর্ষদের প্রচেষ্টায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে দেশের সম্ভাবনাময় ফিটকিরি উৎপাদনকারী প্রতিষ্ঠান আনান কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আনানের ফিটকিরি উৎপাদনের বর্তমান মতা দৈনিক ২০ টন। ভবিষ্যতে উৎপাদন মতা আরো বাড়বে।

‘দীর্ঘদিন বন্ধ থাকা আনান কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড অবশেষে চালু করা হয়েছে। নিজস্ব ল্যাব রিপোর্ট অনুযায়ী উৎপাদিত ফিটকিরির পিএইচ মান ২ পয়েন্ট ৮৮। আনানের বর্তমান ক্যাপাসিটিতে দৈনিক ২০ টন ফিটকিরি উৎপাদন করা সম্ভব। আজকের উৎপাদিত ফিটকিরির পিএইচ মান প্রত্যাশিত ৩ পয়েন্ট ৫ হবে।’

তিনি বলেন, ‘আনানের কারখানার অভ্যন্তরে একটি সালফিউরিক অ্যাসিড প্লান্টের ফাউন্ডেশনের কাজ প্রায় শেষের পথে। ফিটকিরি উৎপাদনের অন্যতম প্রধান কাঁচামাল সাফফিউরিক অ্যাসিড। এটি উৎপাদন করে ফিটকিরি উৎপাদনের কাজে ব্যবহার সম্ভব হলে ফিটকিরির উৎপাদন ব্যয় হ্রাস পাবে।’

সাবেক শিা সচিব বলেন, ‘আনানের কার্যক্রম দীর্ঘদিন বন্ধ থাকার ফলে তাদের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করার প্রয়োজনীয় সনদপত্রগুলো মেয়াদোত্তীর্ণ হয়েছিল। বর্তমান পরিচালনা পর্ষদ সনদপত্রগুলো হালনাগাদকরণের বিষয়ে উদ্যোগ নেয়। এরই মধ্যে ট্রেড লাইসেন্স নবায়ন, আরজেএসসির ৯ ও ১২ হালনাগাদকরণ, পরিবেশগত ছাড়পত্র নবায়ন এবং মানিকগঞ্জ চেম্বার অব কমার্সের সদস্যপদ গ্রহণ করা হয়েছে। কলকারখানা লাইসেন্স, ফায়ার লাইসেন্স, অ্যাসিড ব্যবহার ও পরিবহন, আমদানি লাইসেন্স নবায়নের বিষয়টি চলমান রয়েছে। এছাড়া আনানের জমির খাজনা প্রদানসহ বিগত বছরগুলোর ট্যাক্স ও ভ্যাটসংক্রান্ত কার্যক্রম হালনাগাদকরণের প্রক্রিয়াও চলমান রয়েছে। চলতি মাসের মধ্যে প্রয়োজনীয় সনদপত্রগুলো হালনাগাদকরণ সম্ভব হবে।’

তিনি বলেন, ‘এ প্রতিষ্ঠান কর্তৃক উৎপাদিত ফিটকিরির সিংহভাগের ক্রেতা ঢাকা ও চট্টগ্রাম ওয়াসা। আদালতে মামলার পরিপ্রেেিত দীর্ঘদিন বন্ধ থাকা এ প্রতিষ্ঠানটির কার্যক্রম পুনঃচালুকরণের জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ গত ২০২২ সালে পাঁচজন স্বতন্ত্র পরিচালকের সমন্বয়ে পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেন।’

অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান সাবেক অতিরিক্ত সচিব রাশেদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রিগেডিয়ার জেনারেল (অব) মেফতাউল করিম, সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, কাজী আলমগীর, এনামুল হাসান, মশিউর রহমান প্রমুখ।


অকা/আকেই/ফর/রাত, ৪ এপ্রিল, ২০২৪ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 1 year আগে

Leave A Reply

Exit mobile version