আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও হজ এজেন্সিসমূহের প্রতিনিধিদের সাথে ‘হজ ব্যবস্থাপনাবিষয়ক মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়েছে। ২২ সেপ্টেম্বর রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার ও সহসভাপতি হাফেজ নুর-মোহাম্মদ। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ আল-মামুন, মো. আসাদুজ্জামান ভূঁঞা, মোহাম্মদ হোসেন, এস এম আবু জাফর, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. হাবীব উল্লাহ্ ও আক্তার কামাল প্রমুখ এবং বিভিন্ন হজ এজেন্সির মালিকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মো. রাফাত উল্লা খান বলেন, ‘আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক হজযাত্রীদের সুবিধার্থে প্রতিটি শাখায় ডেডিকেটেড হজ ডেস্ক, হজ ডিপোজিট স্কিম, বিশেষ হজ কার্ড, ক্যাম্প বুথ সেবা ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করে থাকে। আমরা হজ সেবাকে কেবল ব্যাংকিং কার্যক্রম নয় বরং একটি পবিত্র আমানত ও ধর্মীয় দায়িত্ব হিসেবে বিবেচনা করি এবং সর্বোচ্চ সততা, আন্তরিকতা ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার মাধ্যমে আধুনিক, দ্রুত ও মানসম্মত সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’ খবর বিজ্ঞপ্তির ●
অকা/ব্যাংখা/সখবি/ফর/বিকাল/২৪ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 3 weeks আগে