অর্থকাগজ প্রতিবেদন ●
কর কাঠামোর বিদ্যমান অসামঞ্জস্যতা দূরীকরণ এবং কর জাল সম্প্রসারণে অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর মাধ্যমে কার্যক্রম গৃহীত হয়েছে ইন্টারনেট সেবা থেকে উৎসে কর কর্তনের হার ১০ শতাংশের স্থলে পাঁচ শতাংশ করা হয়েছে।
ইন্টারনেট সেবা থেকে উৎসে কর এবং মোবাইল অপারেটরদের টার্নওভার করের পরিমাণ কমানোর প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ২ জুন বিকেলে বাংলাদেশ টেলিভিশনে অর্থ উপদেষ্টা ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট উপস্থাপনকারে এই প্রস্তাব করেন।
তিনি জানান, মোবাইল অপারেটরদের টার্নওভার করের পরিমাণ দুই শতাংশ থেকে কমিয়ে এক দশমিক পাঁচ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এরফলে ইন্টারনেট সেবা এবং মোবাইল খরচ কমবে বলে মনে করা হচ্ছে। এর আগে দুপুরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় ২০২৫-২৬ অর্থ বছরের জন্য প্রস্তাবিত ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন দেয়া হয়। এই বাজেট ২০২৪-২৫ অর্থ বছরের বাজেটের তুলনায় ৭ হাজার কোটি টাকা কম। ●
অকা/আখা/ফর/রাত/২ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 7 months আগে

