অর্থকাগজ প্রতিবেদন

করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনায় বন্ধ থাকা ট্রেনগুলো আগামীকাল (১৯ আগস্ট) থেকে আবারও চালু হচ্ছে। ১৭ আগস্ট বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক (অপারেশন/সিডব্লিউসিএস) রেজাউল হক এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন।

এর আগে করোনার সংক্রমণ ঠেকাতে একটানা ১৯ দিন বন্ধ থাকার পর গত ১১ আগস্ট শুরু হয় যাত্রীবাহী ট্রেন চলাচল। ওইদিন থেকে ৩৮ জোড়া আন্তঃনগর ট্রেন এবং ২০ জোড়া মেইল কমিউটার ট্রেন দেশে চলাচল করে।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরুতে গত বছরের ২৫ মার্চ প্রথম যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধের ঘোষণা দেয় সরকার। দুই মাসের বেশি সময় পর গত বছরের ৩১ মে আট জোড়া আন্তঃনগর ট্রেন চালু করা হয়। করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে চলতি বছরের ৫ এপ্রিল থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করা হয়। ৭ সপ্তাহ বন্ধ থাকার পর ২৪ মে থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়।

এরপর আবারও ২৩ জুন থেকে বন্ধ ছিল ট্রেন চলাচল। ঈদুল আজহা উপলক্ষে ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলাচল করে। পরে ২৩ জুলাই থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

#

সর্বশেষ হালনাগাদ 4 years আগে

Leave A Reply

Exit mobile version