অর্থকাগজ প্রতিবেদন ●
কৃষিকে বাদ দিয়ে কোনো দেশের স্থায়ী উন্নয়ন কল্পনাও করা যায় না। ‘বাংলাদেশের কৃষি ও কৃষকের উন্নয়ন’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আবদুর রব এ কথা বলেছেন।

২১ সেপ্টেম্বর বিকেলে মাসিক ইতিহাস অন্বেষার উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল। ফ্রেন্ডস অব গ্রামীণের সদস্য সচিব (বাংলাদেশ চ্যাপ্টার) রেদওয়ান হোসেন, হক ভয়েসের প্রতিষ্ঠাতা কর্ণেল (অব:) আবদুল হক, ডুয়েটের সাবেক ডিন ড. আবদুল মান্নান এবং কৃষিবিদ মোহাম্মদ আলমগীর হোসেন।

মূল প্রবন্ধে ড. আলী আফজাল কৃষি খাতের সমস্যা ও সম্ভাবনা বিষয়ক ২৮টি প্রস্তাব পেশ করেন। এর মধ্যে অন্যতম হচ্ছেÑ সরকারকে কৃষিতে বিনিয়োগ করতে শিল্পপতিদের উৎসাহিত করতে হবে এবং ঐতিহ্যবাহী কৃষিকে আধুনিক কৃষি-শিল্পভিত্তিক কৃষি-খাদ্য ব্যবস্থায় পরিণত করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে ড. মুহাম্মদ আবদুর রব বলেন, কৃষক এবং কৃষিই দেশের স্থিতিশীলতার ভিত্তি। যে দেশের কৃষির অবস্থা যত মজবুত সে দেশের অবকাঠামো ততই শক্তিশালী।

বিশেষ অতিথির বক্তব্যে শিব্বির মাহমুদ বলেন, কৃষি ছাড়া কোন দেশের উন্নয়ন সম্ভব নয়। কৃষি হলো একটি দেশের উন্নয়নের ভিত্তি। দেশের উন্নয়ন করতে হলে কৃষিকে প্রাধান্য দিতে হবে। কৃষির উন্নয়ন ঘটাতে হবে।

অনুষ্ঠানে কৃষি বিশেষজ্ঞরা বাংলাদেশের কৃষি খাতের সাফল্য, সম্ভাবনা ও যথাযথ অগ্রগতি না হওয়ার কারণ ও প্রতিকার সম্পর্কে বিশ্লেষণ করেন। তারা নিজ নিজ অভিজ্ঞতার আলোকে কৃষি উন্নয়নে পরামর্শ দেন। ●

অকা/কৃষি/ফর/সকাল/২২ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 1 year আগে

Leave A Reply

Exit mobile version