অর্থকাগজ প্রতিবেদন ●
জাতীয় সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের জন্য স্বস্তিদায়ক সিদ্ধান্ত নিয়েছে সরকার। সঞ্চয়পত্রের মুনাফার হার কমানোর যে সিদ্ধান্ত আগে নেওয়া হয়েছিল, সেখান থেকে সরে এসে সরকার আবারও পূর্বের মুনাফার হার বহাল রাখার উদ্যোগ নিয়েছে।
রোববার অর্থ বিভাগ এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে। তারা অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)-কে নতুন মুনাফার হার সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিল করে আগের হার বহাল রাখার জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানায়। অর্থ বিভাগের এই নির্দেশনার পর এখন আইআরডি সংশ্লিষ্ট প্রজ্ঞাপন জারি করবে বলে জানা গেছে।
এই প্রজ্ঞাপন কার্যকর হলে ২০২৫ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত যে হারে সঞ্চয়পত্রে বিনিয়োগকারীরা মুনাফা পাচ্ছিলেন, সেই একই হারে আগামী আরও ছয় মাস অর্থাৎ ২০২৬ সালের প্রথমার্ধেও মুনাফা প্রদান করা হবে।
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব আবদুর রহমান খান রোববার সন্ধ্যায় গণমাধ্যমকে জানান, আগের মুনাফার হার বহাল রেখে প্রজ্ঞাপন জারি করা হয়েছে অথবা খুব শিগগিরই তা জারি করা হবে।
উল্লেখ্য, এর আগে গত ২৮ ডিসেম্বর জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত সময়ের জন্য সব ধরনের সঞ্চয়পত্রের মুনাফার হার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এতে সাধারণ মধ্যবিত্ত, অবসরপ্রাপ্ত ব্যক্তি এবং সীমিত আয়ের বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হয়। বিনিয়োগকারীদের এই চাপ ও বাস্তবতা বিবেচনায় নিয়েই সরকার শেষ পর্যন্ত আগের হার বহাল রাখার সিদ্ধান্ত নেয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জানা যায়, জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতায় থাকা বিভিন্ন সঞ্চয়পত্রের মধ্যে পরিবার সঞ্চয়পত্র সবচেয়ে বেশি জনপ্রিয়। এই সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগের ক্ষেত্রে পাঁচ বছর মেয়াদ শেষে মুনাফার হার ছিল ১১ দশমিক ৯৩ শতাংশ, যা অপরিবর্তিত রাখা হয়েছে। একইভাবে সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফার হার ১১ দশমিক ৮০ শতাংশই থাকছে।
পেনশনার সঞ্চয়পত্রের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে মেয়াদ শেষে মুনাফার হার ১১ দশমিক ৯৮ শতাংশ এবং সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগে ১১ দশমিক ৮০ শতাংশ মুনাফা আগের মতোই বহাল থাকছে।
এ ছাড়া পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগের ক্ষেত্রে মেয়াদ পূর্তিতে মুনাফার হার ১১ দশমিক ৮৩ শতাংশ এবং সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগে ১১ দশমিক ৮০ শতাংশ নির্ধারিত থাকছে আগামী ছয় মাসের জন্য।
অন্যদিকে, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে মুনাফার হার ১১ দশমিক ৮২ শতাংশ এবং সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগে ১১ দশমিক ৭৭ শতাংশই বহাল রাখা হয়েছে। ●
অকা/ব্যাংখা/ই/রাত/৪ জানুয়ারী, ২০২৬ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 week আগে

