অর্থকাগজ প্রতিবেদন
আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিকাল চারটায় ডিলার কনফারেন্সটি টায়ার আমদানিকারক প্রতিষ্ঠান সোয়ান ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের আয়োজনে ডিলার কনফারেন্স-২০২৪ অনুষ্ঠিত হয়েছে ৫ মে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিএসটি-এর আন্তর্জাতিক সেলস ডিরেক্টর আলভিন শেই, ম্যাক্সিস-এর আন্তর্জাতিক সেলস ও মার্কেটিং ডিরেক্টর লেনি লি এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও আরিফ কাদরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সোয়ান ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ শাহাবুদ্দীন। তিনি বলেন, সারা দেশে বিভিন্ন এলাকা থেকে আগত ডিলাররা আমাদের প্রতিষ্ঠানের প্রাণ। ভবিষ্যতেও আপনাদের সহযোগিতায় আমরা এগিয়ে যাব এ কামনা করছি।’
প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর আমজাদ খান তার বক্তব্যে বলেন, চার বছর পর পুনরায় আমরা এ আয়োজনটা করছি। করোনা এবং বৈশ্বিক যুদ্ধসহ নানা কারণে আমাদের প্রতিষ্ঠান একটা কঠিন সময় পার করেছে। গত বছরের শেষ প্রান্তিকে আমরা আবার ঘুরে দাঁড়ানো শুরু করেছি। এ পথ চলায় আমাদের পাশে থাকার জন্য সারা দেশ থেকে আগত ডিলার ভাই-বোনদেরকে আন্তরিক অভিবাদন জানাই।
প্রধান অতিথির বক্তব্যে শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী বলেন, বাংলাদেশে এ মুহূর্তে সবচেয়ে শক্তিশালী টায়ার আমদানিকারক প্রতিষ্ঠান সোয়ান। সারা দেশ থেকে আগত ৪০০ ডিলার এবং ম্যাক্সিস ও সিএসটির বৈশ্বিক নেতাদের এ অনুষ্ঠানে উপস্থিতিই প্রমাণ করে সোয়ান ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান থেকে একটি পরিবারে পরিণত হয়েছে।’ তিনি বলেন, টায়ার মানে চলতে থাকা। জীবনে চলাটা খুব গুরুত্বপূর্ণ। সোয়ান ইন্টারন্যাশনালের হাত ধরে বাংলাদেশের টায়ার ব্যবসা অন্য মাত্রা অর্জন করবে বলে আমি আশাবাদী।’
আলোচনা পর্ব শেষে সংেেপ কোম্পানিটির ইতিহাস দর্শকদের সামনে তুলে ধরা হয়। পরবর্তীতে ডিলারদের মধ্যে বেশ কয়েকটি বিভাগে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ডিনার ও র্যাফেল ড্রর মাধ্যমে আয়োজনটি শেষ হয়।
অকা/টাআসোই/ফর/বিকাল, ০৬-০৫-২০২৪
সর্বশেষ হালনাগাদ 1 year আগে