অর্থকাগজ ডেস্ক ●
গত ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে চীনের উৎপাদন খাতের পারচেজিং ম্যানেজারস ইনডেক্সও (পিএমআই) কমেছে। সূচকটি কমে নিরপে সীমা কিঞ্চিত কমে ৫০ পয়েন্টের নিচে নেমে গেছে। ২০২৪ সালে চীনের শিল্প খাতে মুনাফা আগের বছরের চেয়ে ৩ দশমিক ৩ শতাংশ কমেছে। এ নিয়ে দেশটির শিল্প খাতে টানা তৃতীয় বছরের মতো মুনাফা কমেছে।
২৭ জানুয়ারি ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস (এনবিএস) এই তথ্য প্রকাশ করেছে। তাতে দেখা যায়, জানুয়ারি মাসের পিএমআই কমে হয়েছে ৪৯ দশমিক ১ পয়েন্ট। এর আগে বৈশ্বিক বার্তা সংস্থা রয়টার্স–এর এক জরিপে দেশটিতে জানুয়ারিতে এই সূচক ৫০ দশমিক ১ পয়েন্ট হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল।
জানুয়ারিতে চীনের কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম অপ্রত্যাশিতভাবে সংকুচিত হয়েছে। চীনা লুনার নিউ ইয়ার বা ‘সৌর ও চন্দ্র নববর্ষের’ আগে ধীর মৌসুমের কারণে পিএমআই কমেছে বলে মনে করা হয়। এর আগে টানা তিন মাস দেশটির পিএমআইতে প্রবৃদ্ধি দেখা যায়। এই অবস্থায় অর্থনীতিকে চাঙা করতে আর্থিক সহায়তা জোরদারের আহ্বান জানানো হয়েছে। দেশটির পিএসআই সূচক গত অক্টোবরে ৫০ দশমিক ১, নভেম্বরে ৫০ দশমিক ৩ ও ডিসেম্বরে আবার ৫০ দশমিক ১ পয়েন্ট ছিল।
চীনে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক বিনিয়োগ ও আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকসের প্রধান অর্থনীতিবিদ হুই শান বলেছেন, ২৯ জানুয়ারি চীনা নববর্ষ শুরু হওয়ার আগে অভিবাসী শ্রমিকেরা তাদের নিজ নিজ শহরে ফিরে যাওয়ার কারণে জানুয়ারিতে উৎপাদন খাতের কার্যক্রম ব্যাহত হয়েছে। এতে পারচেজিং ম্যানেজারস বা পিএমআই সূচকে খানিক পতন ঘটেছে।
২৭ জানুয়ারি দিনের শুরুর দিকে চীনের ব্লু চিপ বা দামি শেয়ারগুলোর সিএসআই ৩০০ সূচক বাড়লেও ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস (এনবিএস) পিএসআই প্রকাশের পর সেটির পতন ঘটে।
ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (এনআইএফডি) সিনিয়র রিসার্চ ফেলো ব্রুস প্যাং অবশ্য বলেছেন, পিএমআই ও ব্লু চিপ শেয়ারের সূচক দুটি কমলেও সামগ্রিক চাহিদার প্রবণতাকে ইতিবাচকই মনে হচ্ছে।
চীনের সার্ভিস বা পরিষেবা উপখাতের পিএমআই অবশ্য জানুয়ারিতে বেড়ে ৫০ দশমিক ৩ পয়েন্ট হয়েছে। তবে সে দেশে এখনো ছুটির কারণে চাহিদা বাড়ছে। বিশেষ করে গণপরিবহন, হোটেল, খাদ্য ও পানীয় প্রভৃতি উপখাতে চাহিদা রয়েছে।
এনবিএসের জ্যেষ্ঠ পরিসংখ্যানবিদ ঝাও কিংহে ও ঝাও কিংহে বলেন, জানুয়ারিতে প্রধান কাঁচামাল ক্রয় ও বিক্রয়ের জন্য মূল্যের মাত্রা পরিমাপ করার সূচকগুলো উন্নত হয়েছে। বেশির ভাগ উৎপাদক নববর্ষের ছুটির পরে ব্যবসা সম্প্রসারণের বিষয়ে আত্মবিশ্বাসী আছেন। চীনের নন-ম্যানুফ্যাকচারিং বা উৎপাদনবহির্ভূত পিএমআই সূচক জানুয়ারিতে কমে ৫০ দশমিক ২ পয়েন্টে নেমে এসেছে, যা এর আগের মাসে ছিল ৫২ দশমিক ২ পয়েন্ট। উৎপাদনবহির্ভূত পিএমআই সূচকে সেবা ও নির্মাণ খাতের উৎপাদন কার্যক্রম গণনা করা হয়। ●
অকা/বিঅ/ফর/রাত/২৭ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 9 months আগে

