অর্থকাগজ প্রতিবেদন ●
এনবিআরের অন্তর্ভুক্ত সব দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের কলম বিরতির প্রেেিত দেশের আমদানি-রফতানি ব্যবসা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। দপ্তরগুলোর কার্যক্রম সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চালু থাকায়, আমদানিকারক ও রফতানিকারকরা যথাসময়ে আমদানি করা কাঁচামাল খালাস করতে পারছেন না। এতে বর্ধিত লিড টাইম আরো বাড়ছে এবং উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাছাড়া, বিভিন্ন বন্দরে আমদানি ও রফতানিযোগ্য পণ্য পড়ে থাকায় বৃষ্টি ও রোদে নষ্ট হচ্ছে। প্রত্যাশিত ইউপি পেতে ১০ থেকে ১৫ দিন সময় লেগে যাচ্ছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের চলমান আন্দোলনে সৃষ্ট জটিলতায় বায়াররা (ক্রেতা) শিপমেন্ট ও রফতানি আদেশ বাতিলের হুমকি দিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী (পারভেজ)। ২৮ জুন দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বিসিআই সভাপতি বলেন, সৃষ্ট জটিলতার কারণে কিছু কিছু ক্রেতা/বায়ার এরই মধ্যে শিপমেন্ট ও রফতানি আদেশ বাতিলের হুমকি দিয়েছেন। পাশাপাশি পোর্ট ডেমারেজ নির্ধারিত রেটের ৪ গুন হারে পরিশোধ করতে হচ্ছে, যা ব্যবসার ব্যয় বাড়াচ্ছে।
১৪ মে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ কলম বিরতির ডাক দেয়। এই সময় থেকে নানা আলোচনা ও বৈঠকের পরও এর সমাধান না হওয়ায় ধীরে ধীরে এনবিআরসহ এর অন্তর্ভুক্ত সব দপ্তরের দৈনন্দিন কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি হয়। বর্তমানে এই আন্দোলন আরো কঠিন রূপ ধারণ করেছে এবং আজকে থেকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেয়া হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
আনোয়ার-উল-আলম চৌধুরী বলেন, উদ্ভুত পরিস্থিতি নিরসনে সময় ব্যয় না করে প্রধান উপদেষ্টার কার্যালয়ের নেতৃত্বে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ, বিশেষ করে অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং বিডার যৌথভাবে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনায় বসা খুবই জরুরি।
এ সময় সংকট নিরসনে তিনি ব্যবসায়ী সম্প্রদায়ের পক্ষ থেকে সরকারের প্রতি আহবান জানান। পাশাপাশি আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের দেশের অর্থনীতির স্বার্থে কলম বিরতি বা কমপ্লিট শাটডাউনের মতো কর্মসূচি প্রত্যাহার করে কোনো শর্ত ছাড়াই দ্রুত কাজে যোগদানের আহবান জানান।
সংবাদ সম্মেলনে আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল, মেট্রোপলিটন চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এমসিসিআই) সভাপতি কামরান তানভীর রহমান, বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিপিজিএমইএ) সভাপতি শামীম আহমেদসহ বিভিন্ন ব্যবসায়ী সংস্থার প্রতিনিধিরা ছিলেন। ●
অকা/আখা/ফর/বিকাল/২৮ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 6 months আগে

