অর্থকাগজ প্রতিবেদন ●
দেশে বড় আকারের ফোর টাইলস উৎপাদন ও বাজারজাত শুরু করার কথা জানিয়েছে আকিজ সিরামিকস। ৯ সেপ্টেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিশ্ব জুড়ে বড় আকারের টাইলস জনপ্রিয় হয়ে ওঠায় আকিজের প্রিমিয়াম সিরিজ ‘ক্যাথেনা’ এ উদ্যোগ নিয়েছে উল্লেখ করে এতে বলা হয়, বাজারে আসা ১০০দ্ধ১০০ সিএম সাইজের বড় হাই-গ্লস টাইলস বাসাবাড়ি বা কমার্সিয়াল স্পেসকে ‘নান্দনিক, মডার্ন ও লাক্সারিয়াস লুক’ দেবে।
উন্নত প্রযুক্তির নিজস্ব ফ্যাক্টরিতে তৈরির কথা জানিয়ে আরও বলা হয়, উন্নত প্রযুক্তির নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি সবচেয়ে বড় এই টাইলস বাজারে আনার মাধ্যমে আকিজ সিরামিকস বরাবরের মতোই নান্দনিক সৌন্দর্য, ফাংশনাল পারফর্ম্যান্স ও অনন্য কারুনৈপুণ্যের এক নতুন মানদণ্ড স্থাপন করেছে। ●
অকা/বাণিজ্য/ফর/রাত/৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 year আগে

