জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সফল উন্নয়ন কর্মীদের নিয়ে বার্ষিক ম্যানেজার কনফারেন্স করেছে। ২০২৫ সালের ব্যবসায়িক ল্যমাত্রা নির্ধারণ ও বিগত বছরের ব্যবসায়িক কার্যক্রম বিশ্লেষণে এ সভা অনুষ্ঠিত হয়।
কাওরানবাজারের কোম্পানির প্রধান কার্যালয়ে ১৮ জানুয়ারি আয়োজিত ওই কনফারেন্সে সভাপতিত্ব করেন মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন। বক্তব্য রাখেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. খসরু চৌধুরী, ডিএমডি অ্যান্ড সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ, উপব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কাসেম, সহকারী ব্যবস্থাপনা পরিচালক মো. খুরশীদ আলম পাটোয়ারী, সহকারী ব্যবস্থাপনা পরিচালক বাহার উদ্দিন মজুমদার, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. এনামুল হক ও ঊর্ধ্বতন উন্নয়ন কর্মকর্তারা। কনফারেন্সে কোম্পানির ঊর্ধ্বতন নির্বাহীরাসহ সারা দেশ থেকে প্রায় এক হাজার সফল উন্নয়ন কর্মকর্তা অংশ নেন।
অনুষ্ঠানে নবায়ন ও নতুন প্রিমিয়াম সংগ্রহে শীর্ষস্থান অর্জনকারীদের বিশেষ সম্মাননা জানানো হয় এবং জানুয়ারি মাসে খণ্ডকালীন সময়ে ল্যমাত্রা অর্জনকারী বীমা কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। খবর বিজ্ঞপ্তির ●
অকা/জীবীকো/সখবি/ফর/বিকাল/২২ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 11 months আগে

