বেসরকারি নন লাইফ বীমা প্রতিষ্ঠান পিপলস ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে বীমা ব্যক্তিত্ব এস. এম. আজিজুল হোসেন সম্প্রতি যোগদান করেছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় সম্মানসহ স্নাতকোত্তর করার পর তিনি ১৯৮৬ সালের ফেব্রুয়ারিতে পিপলস ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এ কর্মকর্তা হিসেবে যোগদান করেন এবং তারপর থেকে তিনি মুখ্য নির্বাহী কর্মকর্তা হওয়ার পূর্ব পর্যন্ত কোম্পানির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী ১ জুলাই ২০২১ থেকে তার নিয়োগ কার্যকর করা হয় এবং গত ৯ আগস্ট, ২০২১ তারিখে নিয়ন্ত্রক বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) দ্বারা অনুমোদিত হয়।

খবর বিজ্ঞপ্তির 

সর্বশেষ হালনাগাদ 4 years আগে

Leave A Reply

Exit mobile version