অর্থকাগজ প্রতিবেদন
রয়টার্স গ্লোবাল এনার্জি ট্রানজিশন অ্যাওয়ার্ড ২০২৪-এর ‘প্রজেক্ট অব ইমপ্যাক্ট’ ক্যাটাগরিতে পুরস্কার পেল ‘সামিট-ফ্রেন্ডশিপ সোলার ভিলেজ’ প্রকল্প। ২৫ জুন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজিত অনুষ্ঠানে বিশ্বের ৫০০ প্রতিযোগীর মধ্যে অন্যতম সেরা হিসেবে এ পুরস্কার ঘোষণা করা হয়। বিদ্যুতের সহজলভ্যতা উন্নতীকরণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের টেকসই সাহায্য প্রদানে কার্যকর ফল অর্জনের জন্য এ পুরস্কার দেয়া হয়েছে। ৫৭ দশমিক ৬ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন ও বর্ধনশীল সোলার মাইক্রো গ্রিডের মাধ্যমে গাইবান্ধা জেলার প্রত্যন্ত চর কাবিলপুরের তিন হাজার মানুষ উপকৃত হচ্ছে এবং পাশের ব্রহ্মপুত্র নদের অন্যান্য চরাঞ্চলের জন্য একটি ব্যবসায়িক ও সেবার কেন্দ্রে পরিণত হয়েছে।

সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান বলেন, ‘বাংলাদেশের অবকাঠামো তথা বিদ্যুৎ ও টেলিযোগাযোগ খাতে সামিট শতভাগ সেবা দিতে চায়। বাংলাদেশের জাতীয় গ্রিডের আওতার বাইরে যেসব চর এলাকা আছে তাদেরও কিন্তু বিদ্যুতের সেবা প্রাপ্য। আন্তর্জাতিকভাবে পুরস্কৃত ফ্রেন্ডশিপ এনজিও অসাধারণ কাজ করে যাচ্ছে।’

ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা রুনা খান বলেন, ‘সৌরভিত্তিক এ গ্রিডটি মানুষের জীবনমান উন্নত করবে, কর্মসংস্থান সৃষ্টি করবে এবং শিশুদের শিক্ষাক্ষেত্রে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে।’ সৌর প্রকল্পটি বিচ্ছিন্ন একটি জনপদের মানুষের দৈনন্দিন জীবনে আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করেছে। এতে ওই অঞ্চলের মানুষ ব্যবসা-বাণিজ্য, পড়াশোনাসহ গৃহস্থালি কাজ সহজ ও দ্রুত সম্পন্ন করতে পারছে। এছাড়া নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ মানেই জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা হ্রাস করা। বিজ্ঞপ্তি ●

অকা/শিবা/সকাল/ফর/১২ জুলাই, ২০২৪ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 1 year আগে

Leave A Reply

Exit mobile version