জায়নাক্স হেলথ এবং প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স তাদের গ্রাহকদের স্বাস্থ্যসেবা এবং বীমা সুবিধা বৃদ্ধির জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে সম্প্রতি। প্রোটেক্টিভ ইসলামী লাইফ পলিসি ধারকরা জায়নাক্স হেলথের পরিষেবাগুলিতে অ্যাক্সেস পাবেন, যার মধ্যে রয়েছে ২৪/৭ অনলাইন ডাক্তার পরামর্শ, হাসপাতালে ক্যাশব্যাক, ডায়াগনস্টিক টেস্ট ডিসকাউন্ট ও ঔষধ হোম ডেলিভারি। বিনিময়ে জায়নাক্স হেলথ ব্যবহারকারীরা প্রোটেক্টিভ ইসলামী লাইফের বীমা কভারেজ থেকে উপকৃত হবেন, যা চিকিৎসা জরুরি অবস্থার সময় আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জায়নাক্স হেলথের চিফ অপারেটিং অফিসার; রাসেল হোসেন, হেড অফ সেলস; অ্যান্ড মার্কেটিং এস. এম. মনজুরুল আলম, সিনিয়র ম্যানেজার; নিপা আক্তার এবং প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ডাঃ কিশোর বিশ্বাস (চিফ এক্সিকিউটিভ অফিসার) ও মো. তাবিন বাশার (সিনিয়র ম্যানেজার)। খবর বিজ্ঞপ্তির ●
অকা/জীবীকো/সখবি/ফর/দুপুর/১৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 10 months আগে

