অর্থকাগজ প্রতিবেদন  ●
বাংলাদেশী নির্দিষ্ট কিছু শ্রেণী নাগরিকদের ওপর থেকে ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ওমান সরকার। ১২ জুন ঢাকায় অবস্থিত ওমান দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ওমান দূতাবাস বলছে গত বছরের অক্টোবরে বাংলাদেশী নাগরিকদের ওপর আরোপিত ভিসা নিষেধাজ্ঞা থেকে কিছু নির্দিষ্ট শ্রেণীকে অব্যাহতি দেয়া হয়েছে। ফ্যামিলি ভিসা ও উপসাগরীয় অঞ্চলের দেশগুলোয় বসবাসরত বাংলাদেশী নাগরিকদের ভ্রমণ ভিসা নিষেধাজ্ঞার বাইরে থাকবে। নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে চিকিৎসক, প্রকৌশলী, নার্স, শিক্ষক, হিসাবরক্ষক ও বিনিয়োগকারীদের ভিসার ওপর থেকেও। অফিশিয়াল ভিসা ও আর্থিক সক্ষমতাসম্পন্ন পর্যটকদের ভিসাও নিষেধাজ্ঞার আওতায় পড়বে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় ওমান দূতাবাস উল্লিখিত শ্রেণীভুক্ত আবেদনকারীদের কাছ থেকে ভিসা আবেদন গ্রহণ করবে এবং ভিসা ইস্যুর ব্যাপারে রয়াল ওমান পুলিশের সঙ্গে সমন্বয় করবে। তথ্য যাচাই-বাছাইসহ ভিসা আবেদনের প্রক্রিয়া সম্পন্ন হতে সময় লাগবে এক থেকে চার সপ্তাহ।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহারসংক্রান্ত বিষয়ে বাংলাদেশ ও ওমান সরকার আন্তরিকভাবে কাজ করছে। নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রক্রিয়ার বিষয়টি ত্বরান্বিত করতে উভয় দেশের কর্তৃপক্ষ অনেক দূর এগিয়ে গেছে।

বিজ্ঞপ্তিতে ওমান দূতাবাস বলে, ভিসা নিষেধাজ্ঞার বিষয়টি নিছক একটি অরাজনৈকিত সিদ্ধান্ত, যা শ্রমবাজার সমীক্ষা ও পর্যালোচনার ভিত্তিতে চলমান প্রক্রিয়ার অংশ। বাংলাদেশ ও ওমান উভয় দেশের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত চমৎকার। দুই দেশের বিচক্ষণ ও সুযোগ্য নেতৃত্বের হাত ধরে এ সম্পর্কের ক্ষেত্র দিন দিন বাড়ছে এবং বহুমাত্রিক ধারায় সম্প্রসারণ হতে চলছে।

গত বছরের ৩১ অক্টোবর বাংলাদেশী নাগরিকদের জন্য সব ধরনের ভিসা বন্ধ করে দেয় ওমান সরকার। ভিসা নিষেধাজ্ঞার পর ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছিল, এ নিষেধাজ্ঞা সাময়িক।

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর হিসাব অনুযায়ী, ২০০৪-২০২৪ সাল পর্যন্ত দেশ থেকে ১৬ লাখ ৫৩ হাজার ৩৪৩ জন ওমানে গেছেন।

অকা/শ্রবা/ফর/সকাল/ ১৩ জুন, ২০২৪ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 1 year আগে

Leave A Reply

Exit mobile version