অর্থকাগজ প্রতিবেদন ●
বাংলাদেশী পর্যটকদের জন্য ভুটান ভ্রমণের খরচ কমলো। ভুটানের নতুন ভ্রমণনীতি অনুযায়ী, বাংলাদেশী পর্যটকদের টেকসই উন্নয়ন ফি (এসডিএফ) হিসেবে ১৫ মার্কিন ডলার দিতে হবে। আগে এই ফি ছিল ১০০ ডলার। গতকাল সোমবার থেকে এই ফি কার্যকর হয়েছে।
করোনা মহামারীর আগে বাংলাদেশী পর্যটকদের ভুটান ভ্রমণের জন্য ২০০ ডলার এসডিএফ ফি দিতে হতো। মহামারীর পর তা ১০০ ডলারে নামিয়ে আনা হয়েছে। বর্তমানে তা আরো কমিয়ে ১৫ ডলার করা হয়েছে।
নতুন নীতিমালার আওতায় বছরে ১৫ হাজার বাংলাদেশী হ্রাসকৃত এসডিএফ ফিতে নেপাল ভ্রমণ করতে পারবেন। তবে এই সংখ্যাটি পার হলে বাংলাদেশীদের জন্য ফি হবে ১০০ ডলার। ভারতীয়দের জন্যও নেপাল সরকার ১৫ ডলার এসডিএফ ফি নিয়ে থাকে।
এসডিএফ ফি কমানোর তথ্য দিয়ে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বাংলাদেশ ও ভুটানের মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে। ●
অকা/পর্যটন/ফর/সকাল/ ৪ জুন, ২০০৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 year আগে

