অর্থকাগজ প্রতিবেদন 
পদোন্নতি পেয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে যোগদান করলেন মো. রজব আলী। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১-এর আদেশে তাকে এ পদে পদোন্নতি দিয়ে প্রধান কার্যালয়ে সংযুক্ত করা হয়। আগে মো. রজব আলী বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট ২-এর পরিচালক ছিলেন। ১৯৯৬ সালে তিনি সহকারী পরিচালক হিসেবে যোগ দেন।

মো. রজব আলী কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংক পরিদর্শন বিভাগ, বৈদেশিক মুদ্রানীতি বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ, এফএসএসএসপিডি, ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্টসহ বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেন।

মো. রজব আলী প্রধানমন্ত্রীর কাছ থেকে স্বর্ণপদকপ্রাপ্ত শ্রেষ্ঠ সমবায় সমিতি বাংলাদেশ ব্যাংক কর্মচারী সমবায় ঋণদান সমিতি লিমিটেড ঢাকার টানা তিন মেয়াদের নির্বাচিত সম্পাদক ছিলেন। মো. রজব আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে স্নাতকসহ স্নাতকোত্তর করেছেন।

অকা/শিখা/ফর/সকাল/২৫ জুন, ২০২৪ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 1 year আগে

Leave A Reply

Exit mobile version