অর্থকাগজ ডেস্ক ●
বিশ্ব বাণিজ্য সংস্থার (ডাব্লিউটিও) ‘ট্রেড স্ট্যাটিস্টিক্যাল রিভিউ ২০২১’ প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে বিশ্বে ওষুধের বাণিজ্য বেড়েছে ৫.৭ শতাংশ, আর ২০২০ সালে বেড়েছে ৯.৮ শতাংশ। করোনার কারণে চাহিদা বেড়েছে জানিয়ে বলা হয়, ২০২০ সালে বিশ্বে চিকিৎসা সামগ্রীর বাণিজ্য বেড়েছে ১৬.৩ শতাংশ। যেখানে ২০১৯ সালে প্রবৃদ্ধি ছিল ৪.৭ শতাংশ। চিকিৎসা সামগ্রীর বাজারের ৫২.২ শতাংশ ওষুধ, ৩.৪ শতাংশ টেস্ট কিট, ১১.৯ শতাংশ ফেস মাস্ক, ৫.৫ শতাংশ অন্যান্য ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিপি), ১৩.১ শতাংশ চিকিৎসা সরঞ্জাম এবং অন্যান্য মেডিক্যাল পণ্য ১৭.৩ শতাংশ।
#
সর্বশেষ হালনাগাদ 4 years আগে
